April 25, 2024
জাতীয়

প্রধানমন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়া প্রতারক রিমান্ডে

দক্ষিণাঞ্চল ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় পরিচয় দিয়ে প্রতারণা করা সাজ্জাদ হোসেনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শনিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোরশেদ আল মামুন ভুইয়া তাকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
রাজধানীর কাফরুল থানায় প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় এ আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট থানার এসআই শরিফ উদ্দিন। আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর উত্তরা থেকে সাজ্জাদ হোসেনকে আটক করা হয়।
শুক্রবার বিকেলে র‌্যাব সদর দপ্তর থেকে জানানো হয়, বৃহস্পতিবার রাতে উত্তরা ১২ নম্বর সেক্টর এলাকা থেকে তাকে আটক করা হয়। সাজ্জাদ হোসেন নিজেকে ড. ওয়াজেদ মিয়ার বড় বোনের ছেলে হিসেবে পরিচয় দেন। এ পরিচয়ে কয়েক বছর ধরে সর্বস্তরে বিশ্বস্ততা অর্জন করে এবং চাকরিতে নিয়োগসহ নানা ধরনের অবৈধ সুবিধার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়। সে নিজেকে গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবেও পরিচয় দিয়ে আসছিল।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *