April 20, 2024
জাতীয়

পাবনায় কলেজছাত্রকে হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

কলেজছাত্রকে হত্যার দায়ে পাবনায় চারজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত। পাবনার বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাসিরুল হক বুধবার বিকেলে এ রায় ঘোষণা করেন। এছাড়া এ মামলায় আরও দুইজনকে দুই বছর ও পাঁচ বছরের সাজা দিয়েছে আদালত। আর অভিযোগ প্রমাণিত না হওয়া আদালত আরও পাঁচজনকে বেকসুর খালাস দিয়েছে। রায় ঘোষণার সময় সব আসামি আদালতে ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার আব্দুর রকিব মামলার বরাতে জানান, ২০০৪ সালে ১৮ ডিসেম্বর সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কাকরকাটা গ্রামে নিজ বাড়িতে মাজহারুল ইসলাম অপু নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়। অপু পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

হত্যার ঘটনায় তার বাবা আবু বকর পরদিন সদর থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ এক বছর পর ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

আইনজীবী রকিব বলেন, শুনানি শেষে আদালত ছয়জনকে দোষী সাব্যস্ত করে চারজনকে যাবজ্জীবন ও দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী সনৎ কুমার সরকার ও শামসুল হুদা।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *