May 19, 2024
আন্তর্জাতিককরোনা

পাকিস্তানে ২ লাখ ছাড়িয়ে গেলো করোনা শনাক্ত

পাকিস্তানে করোনা শনাক্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (২৯ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

পাকিস্তানের স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে আল জাজিরা জানায়, রোববার (২৮ জুন) দেশটিতে নতুন করে ৩ হাজার ৬০২ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্য দিয়ে সেখানে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছি ২ লাখ ৬ হাজার ৫১২ জনে।

খবরে বলা হয়, সরকারি হিসেবে শেষ ২৪ ঘণ্টায় পাকিস্তানে করোনায় নতুন করে আরও ৪৯ জনের মৃত্যু হয়। এর মধ্য দিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪ হাজার ২৪৫ জনে গিয়ে ঠেকেছে।

আল জাজিরা জানায়, রোববার পাকিস্তানে করোনার ২৩ হাজার ৯টি নমুনা পরীক্ষা করা হয়, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ করা দৈনিক ৫০ হাজার নমুনা পরীক্ষার চেয়ে অনেক অনেক কম।

পরিসংখ্যান বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটার জানায়, পাকিস্তানে এখন পর্যন্ত শনাক্ত করোনা রোগীদের মধ্যে ৯৫ হাজারেরও বেশি সুস্থ হয়ে উঠেছেন। বাকিদের মধ্যে গুরুতর অবস্থায় আছেন ২ হাজার ৪৩৭ জন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *