May 19, 2024
খেলাধুলা

ক্যারিবীয়দের জার্সিতে থাকছে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লোগো

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে নিজেদের জার্সির কলারে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ প্রতীক নিয়ে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের পুলিশের হাতে নির্মম মৃত্যুর পর তাকে শ্রদ্ধা ও এর প্রতিবাদ জানাতে এমন উদ্যোগ নিয়েছে ক্যারিবীয়রা।

এ ব্যাপারে উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার বলেন, ‘আমরা বিশ্বাস করি এ ব্যাপারে আমাদের সংহতি দেখানো উচিৎ ও সচেতনতা তৈরি করতে হবে।’

ইংলিশ প্রিমিয়ার লিগে ২০টি দলের জার্সিতে এই লোগো ব্যবহার হবে। আর সেটিই ক্যারিবিয়ানদের জার্সিতে থাকবে ইতোমধ্যে এটির অনুমতি দিয়েছে আইসিসি।

তবে বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানাতে এই সিরিজে ইংলিশ ক্রিকেটাররা কোনো উদ্যোগ নেবেন বলে আলোচনা চলছে।

আগামী ৮ জুলাই শুরু হবে ৩ ম্যাচের এই টেস্ট সিরিজ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *