April 24, 2024
আঞ্চলিক

পাইকগাছায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি সম্পত্তি উদ্ধার

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে বে-দখল হওয়া সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) মুহাম্মদ আরাফাতুল আলম উপজেলার গদইপুর ইউনিয়নের মেলেক পুরাইকাটী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করার মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি সম্পত্তি উদ্ধার করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সার্ভেয়ার সাকিরুল  ইসলাম, কানুনগো মোজাম্মেল হোসেন, ইউনিয়ন সহকারী ভ‚মি কর্মকর্তা শেখ তাহিদুল ইসলাম ও ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ। উল্লেখ্য, মেলেক পুরাইকাটী গ্রামের মানিক সরদারের দুই ছেলে বাবুল ও আবুল সরদার মেলেক পুরাইকাটী মৌজার ১নং খাঁস খতিয়ানের ৬১ দাগের রাস্তা শ্রেণির ৩৬ শতক সরকারি সম্পত্তি জবর দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলে। ইতোপূর্বে প্রশাসন থেকে নিজ দায়িত্বে তাদেরকে অবৈধ স্থাপনা অপসারণ করার নির্দেশনা দেওয়া হলেও তা উপেক্ষা করে দুই ভাই। ফলে এলাকার প্রায় ৫০ পরিবারের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হয়। এরপর হাই কোর্টে দায়ের করা ১৭০২৮/১৭ নং রিট পিটিশন মামলায় গত ২৮/০৪/১৯ ইং তারিখ সরকারের পক্ষে রায় হলে রায়ের আলোকে খুলনার রেভিনিউ ডেপুটি কালেক্টর মোঃ রাশেদুল ইসলাম গত সোমবার সরকারি সম্পত্তি দখল নিয়ন্ত্রণ বজায় রাখা এবং বৃহত্তর জনস্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *