May 4, 2024
আঞ্চলিকলেটেস্ট

পথে বসেছে খুলনা জোনের প্রায় ৬ শত পাট ব্যবসায়ী, বকেয়া ১৩০ কোটি টাকা

দ. প্রতিবেদক
হঠাৎ করে রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘোষণায় খুলনা জোনের প্রায় ৬ শত পাট ব্যবসায়ী পথে বসেছে। ৯টি পাটকলের কাছে এসব ব্যবসায়ীদের প্রায় ১৩০ কোটি পাওনা রয়েছে। ব্যবসায়ীদের সাথে দেনা-পাওনা পরিশোধে কোন ধরণের আলোচনা ছাড়াই পাটকল বন্ধ ঘোষণায় ফুঁসে উঠছে এ জোনের প্রান্ত্রিক চাষিসহ সাধারণ পাট ব্যবসায়ীরা। বকেয়া পরিশোধের দাবিতে বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি) ঘেরাওসহ বৃহত্তর বর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে পাট ব্যবসায়ী সংগঠনগুলো। আজ বুধবার বেলা ১২টায় খুলনা প্রেসক্লাবে ব্যবসায়ী সমিতির এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাধারণ পাট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ বলেন, প্রান্ত্রিক পাটচাষিসহ সাধারণ পাট ব্যবসায়ীরা পাট সরবরাহের মাধ্যমে পাটকলের চাকা সচল রাখে। অথচ সরকার পাট ব্যবসায়ীদের সঙ্গে অমানবিক পূর্বে শ্রমিকসহ আচরণ করেছে। পাটকল বন্ধ ঘোষণার সংশ্লিষ্ট সকল মহলের সঙ্গে সরকার কয়েক দফায় বৈঠক করলেও যাদের কারণে পাটকল সচল থাকে তাদের সঙ্গে কোন প্রকার আলোচনা করা হয়নি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পাট ব্যবসায়ীরা ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। পাটসরবরাহের সাথে ব্যবসায়ী, এজেন্টসহ প্রান্ত্রিক চাষিরা সরাসরি সংশ্লিষ্ট। বিগত ২০১৬-১৭ সাল হতে ২০২০ সাল পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকলের কাছে ২৬৫ কোটি টাকা পাওনা রয়েছে। এর মধ্যে খুলনা জোনের ৯টি পাটকলে পাওনা ১৩০ কোটি টাকা। বকেয়া পরিশোধের কোন ধরণের প্রতিশ্রুতি না পাওয়ায় চরম হতাশায় হাবুডুবু খাচ্ছেন খুলনা জোনের প্রান্ত্রিক চাষিসহ ৫৮০ জন ব্যবসায়ী। এক দিকে ব্যাংকের চাপ অন্যদিকে পুঁজি হারানোর ভয়ে দিশেহারা পাট ব্যবসায়ীরা। সাধারণ পাট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ অবিলম্বে তাদের বকেয়া পরিশোধের দাবিতে গত ১২ জুলাই খুলনা িিসটি মেয়র ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে। আগামী ১৯ জুলাই কেন্দ্রীয় উদ্যোগে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনায় পাটমন্ত্রীসহ সংশ্লিষ্টদের স্মারকলিপি দেওয়া হবে। এছাড়া জাতীয় প্রেসক্লাব চত্বরে গণ অবস্থানসহ কঠোর কর্মসূচি দেওয়ার পরিকলাপনা রয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ পাট ব্যবসায়ী সমিতির আহবায়ক শামীম আহম্মেদ মোড়ল। পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব গাজী শরিফুল ইসলাম অহিদ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: টিপু সুলতান, উপদেষ্টা শেখ আবু জাফর, কামরুজ্জামান মিঠু, শেখ ইমাম হোসেনসহ সমিতির নেতৃবৃন্দ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *