May 7, 2024
খেলাধুলা

নয় হাজারে সবার আগে ডি ভিলিয়ার্স

শনিবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে পাত্তাই পায়নি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আগে ব্যাট করে ৭ উইকেটে মাত্র ১২০ রান করতে পেরেছিল ব্যাঙ্গালুরু। জবাবে ৫ উইকেট হারিয়ে ৩৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দরাবাদ। যা জমিয়ে তুলেছে প্লে-অফের সমীকরণ।

তবে ম্যাচ হারলেও দারুণ এক রেকর্ড গড়েছেন ব্যাঙ্গালুরুর দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। টি-টোয়েন্টি ক্রিকেটে নিজ দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে প্রবেশ করেছেন ৯ হাজার রানের ক্লাবে। হায়দরাবাদের বিপক্ষে ২৪ রান করার পথে এ রেকর্ডে নাম লিখিয়েছেন ভিলিয়ার্স।

দক্ষিণ আফ্রিকার প্রথম হলেও সবমিলিয়ে বিশ্বের অষ্টম ব্যাটসম্যান হিসেবে ৯ হাজার রান করেছেন ভিলিয়ার্স। সবচেয়ে বেশি ১৩ হাজার+ রান রয়েছে ক্রিস গেইলের নামের পাশে। এছাড়া ১০ হাজার রান করেছেন শোয়েব মালিক ও কাইরন পোলার্ড। নয় হাজারি ক্লাবে অন্য চারজন হলেন ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, ব্রেন্ডন ম্যাককালাম ও বিরাট কোহলি।

প্রায় ১৬ বছরের ক্যারিয়ারে ৩২৩ ম্যাচের ৩০৪ ইনিংস খেলে এই মাইলফলকে পৌঁছেছেন মি. ৩৬০ ডিগ্রিখ্যাত এই ব্যাটসম্যান। এখনও পর্যন্ত ৪ সেঞ্চুরির সঙ্গে হাঁকিয়েছেন ৬৬টি হাফসেঞ্চুরি। তার চেয়ে কম ইনিংসে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ক্রিস গেইল (২৪৯), বিরাট কোহলি (২৭১), ডেভিড ওয়ার্নার (২৭৩) ও অ্যারন ফিঞ্চ (২৮১)।

টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ রান

১/ এবি ডি ভিলিয়ার্স – ৩০৪ ইনিংসে ৯০২০ রান, সেঞ্চুরি ৪, সর্বোচ্চ ১৩৩*
২/ ডেভিড মিলার – ২৮৯ ইনিংসে ৬৯০০ রান, সেঞ্চুরি ৩, সর্বোচ্চ ১২০*
৩/ কলিন ইনগ্রাম – ২৫৯ ইনিংসে ৬৬৫৮ রান, সেঞ্চুরি ৪, সর্বোচ্চ ১২৭*
৪/ ফাফ ডু প্লেসিস – ২১৫ ইনিংসে ৫৬৫৯ রান, সেঞ্চুরি ১, সর্বোচ্চ ১১৯
৫/ রিচার্ড লেভি – ২০৬ ইনিংসে ৫৪২২ রান, সেঞ্চুরি ৩, সর্বোচ্চ ১১৭*

টি-টোয়েন্টিতে নয় হাজারি ক্লাবের সদস্যরা

১/ ক্রিস গেইল – ৪০২ ইনিংসে ১৩৫৭২ রান, সেঞ্চুরি ২২, সর্বোচ্চ ১৭৫*
২/ কাইরন পোলার্ড – ৪৬৬ ইনিংসে ১০৪২৫ রান, সেঞ্চুরি ১, সর্বোচ্চ ১০৪
৩/ শোয়েব মালিক – ৩৭৪ ইনিংসে ১০১৪৫ রান, সেঞ্চুরি নেই, সর্বোচ্চ ৯৫*
৪/ ব্রেন্ডন ম্যাককালাম – ৩৬৪ ইনিংসে ৯৯২২ রান, সেঞ্চুরি ৭, সর্বোচ্চ ১৫৮*
৫/ ডেভিড ওয়ার্নার – ২৯৪ ইনিংসে ৯৭২০ রান, সেঞ্চুরি ৮, সর্বোচ্চ ১৩৫*
৬/ বিরাট কোহলি – ২৭৯ ইনিংসে ৯৩৩১ রান, সেঞ্চুরি ৫, সর্বোচ্চ ১১৩
৭/ অ্যারন ফিঞ্চ – ২৯৩ ইনিংসে ৯২৭৫ রান, সেঞ্চুরি ৮, সর্বোচ্চ ১৭২
৮/ এবি ডি ভিলিয়ার্স – ৩০৪ ইনিংসে ৯০২০ রান, সেঞ্চুরি ৪, সর্বোচ্চ ১৩৩*

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *