May 5, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

নারী দিবস উপলক্ষ্যে বিভিন্ন সংগঠনের আয়োজনে মিলনমেলা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি
ব্রাক, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, ওয়ার্ল্ড ভিষণ, মানবসেবা ও সামাজিক উন্নয়ন সংস্থা, কে এম এস এস, শিশু সুরক্ষা জোট, লেখিকা সংঘ, খুলনা, খুলনা মহিলা সমিতি, আমরাই পারি জোট, উইমন ইন্টারপ্রানার্স সোসাইটি খুলনা, দৌলতুন্নেছা কিন্ডার গার্টেন ও জনউদ্যোগ নারী সেল খুলনার উদ্যোগে বুধবার সকাল ১০টায় সিটি ল কলেজ প্রাঙ্গণে এবার নারী দিবসের প্রতিপাদ্য- ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ শ্লোগানকে সামনে রেখে দিনব্যাপী মিলন মেলা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারী নেত্রী এ্যাডঃ শামীমা সুলতানা শীলু।
সভা পরিচালনা করেন জনউদ্যোগ, খুলনার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী এ্যাডঃ মোমিনুল ইসলাম। মিলন মেলা উদ্বোধন করেন বিশিষ্ঠ শিক্ষাবিদ প্রফেসর জাফর ইমাম। অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ আব্দুল্লাহ হোসেন বাচ্চু। ক্যানভাসে নারীর সাফল্য তুলে ধরে নারীরা ছবি আঁকেন। এ সময় সভা পরিচালনা করেন ব্রাকের সিনিয়র জেলা ম্যানেজার নয়ন কুমার ঘোষ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এস এ রাকীব, সাবরিনা বিনতে রুপন্তী, আফরোজা জেসমিন বীথি, উম্মুর রেদা, চিশতী মুস্তারী বানু, চিশতী মুজতাবী রিমা, সয়াবুর রহমান, দিলারা নাসরিন প্রমুখ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *