নাটোরে কলেজছাত্রকে গুলি করে হত্যার পর বাইক ছিনতাই
দক্ষিণাঞ্চল ডেস্ক
নাটোরের বড়াইগ্রামে দিনের বেলা কলেজছাত্রকে গুলি করে হত্যার পর মোটরসাইকেল ছিনতাই হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে নগর ইউনিয়নের মকিমপুর বটতলা এলাকায় হত্যা ও ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। নিহত আমিন হোসেন (২০) মকিমপুর গ্রামের সাহাদত হোসেনের ছেলে। খলিশাডাঙ্গা ডিগ্রি কলেজের ছাত্র তিনি।
স্থানীয়রা জানান, আমিন মোটরসাইকেলে করে বাড়ি থেকে কদিমচিলানের দিকে যাওয়ার সময় পেছন থেকে অপর একটি মোটরসাইকেলে এসে তিনজন তার গতিরোধ করে। তারা তাকে গুলি করে তার মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পথে আমিন মারা যান।
ওসি দিলীপ প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বলে বলেন, তারা তার মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য গুলি করেছে। তাদের চিহ্নিত করে আটক করতে পুলিশ জোর তৎপরতা শুরু করেছে।