May 3, 2024
জাতীয়

চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চলবে বনলতা এক্সপ্রেস : রেলমন্ত্রী

দক্ষিণাঞ্চল ডেস্ক

ঈদুল আজহার আগেই ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত আন্তঃনগর ট্রেন বনলতা এক্সপ্রেস যাত্রা শুরু করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম জানিয়েছেন। সকালে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরের রেলপথ স¤প্রসারণ প্রকল্প ও রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ বাসীর দীর্ঘদিনের দাবি ছিলো সরাসরি রেল যোগাযোগ। তাদের দাবির কথা বিবেচনা করেই বনলতা এক্সপ্রেসকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত স¤প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২৫ এপ্রিল রাজশাহী-ঢাকা রুটের প্রথম বিরতিহীন ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’এর চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত চলাচল করছে ট্রেনটি। চাঁপাইনবাবগঞ্জের জন্য বনলতা এক্সপ্রেসে ২৭৬ টি আসন বরাদ্দ থাকবে বলে মন্ত্রী জানিয়েছেন। এর মধ্যে একটি এসি বগি থাকবে। সকাল ৬টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে গিয়ে রাজশাহীতে বিরতির পর সেখান থেকে যথারীতি ৭ টায় ছাড়বে বনলতা এক্সপ্রেস। এছাড়া সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন স্থাপনে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে দ্রুত একটি প্রকল্প গ্রহণ করা হবে বলে জানান মন্ত্রী।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *