April 20, 2024
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

নগরীর শেরে বাংলা রোডে ফের অবৈধ স্থাপনা উচ্ছেদ

দ. প্রতিবেদক
খুলনা সড়ক বিভাগ মহানগরীর শেরে বাংলা রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদে ফের অভিযান শুরু করেছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা বিভাগের সহকারী সিনিয়র সচিব এবং স্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায় রবিবার সকাল সাড়ে ১০টা থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা বিভাগের স্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায় বলেন, রোববার থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। মোট ২২৬টি স্থাপনা চিহ্নিত করা হয়েছে যা পর্যায়ক্রমে ভাঙা হবে। এরআগে ১৭ জানুয়ারি ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। ওইদিন শেরে বাংলা রোড চার লেনে উন্নতকরণ প্রকল্পের কাজ উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। নগরীর বঙ্গবন্ধু চত্বর (ময়লাপোতা মোড়) থেকে গল্লামারী হয়ে জিরো পয়েন্ট পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করতে কাজ করছে খুলনা সড়ক বিভাগ। মোট প্রকল্প ব্যয় ১০০ কোটি টাকা। এর মধ্যে সড়ক সম্প্রসারণে ৮০ কোটি ৭৮ লাখ টাকার কার্যাদেশ দেওয়া হয়েছে মাহাবুব ব্রাদার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *