April 20, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

নগরীতে বিএনপির ৭ম দিনের মতো খাবার বিতরণ

খবর বিজ্ঞপ্তি
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, করোনা মহামারীর দেড়বছর পিছিয়ে আছে বাংলাদেশ। বুধবার বেলা ২টায় সোনাডাঙ্গা থানার ১৭নং ওয়ার্ডের ময়লাপোতয়া হরিজন পল্লীতে মহানগর বিএনপির উদ্যোগে কর্মহীন ক্ষুধার্ত ৪শ’ মানুষের মাঝে রান্না খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাবেক সংসদ সদস্য মঞ্জু আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বলেছে করোনা প্রতিরোধের অন্যতম উপায় গণটিকাদান। এতে মানুষের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরি হবে এবং করোনার বিরুদ্ধে একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠবে। মানুষকে টিকা দিতে পারলে করোনা আতঙ্ক কমে যাবে। সবকিছুই ধীরে ধীরে স্বাভাবিক হবে। করোনা পরিস্থিতিতে মানুষকে খাদ্য সহায়তা, সুরক্ষা সামগ্রী ও অক্সিজেন সরবরাহ বিএনপির সেবামূলক কার্যক্রমেই অংশ।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ তারিকুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, মিজানুর রহমান মিলটন, মেহেদী হাসান সোহাগ, আব্দুল হাকিম, তরিকুল ইসলাম বাকার, জামাল মোড়ল, শামীম আশরাফ, সাজ্জাদ হোসেন জিতু, রাজিবুল আলম বাপ্পি, সেলিম বড়মিয়া, এবাদুল হোসেন, আনিস গাজী, সোহেল খন্দকার, আল মামুন, মাসুদ রুমী, ফকির শহিদুল ইসলাম, মেহেদী হাসান প্রমুখ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *