নগরীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী আহত
দ. প্রতিবেদক
খুলনায় বালুবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী মারাত্মকভাবে আহত হয়েছেন। সোমবার লবণচরা থানার সাচিবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করেছে। পুলিশ ঘাতক ট্রাক ও চালককে গ্রেফতার করেছে। আহতরা হলেন বটিয়াঘাটা উপজেলার গাওঘরা গ্রামের হাসমত আলীর ছেলে বাবুল ও কয়রা উপজেলার জায়গীর মহল গ্রামের জহিরুল ইসলামের ছেলে নুর ইসলাম।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুপুর পৌনে দুইটার দিকে একটি বালুবাহী ট্রাক জিরো পয়েন্টের দিকে যাচ্ছিল। গল্লামারী থেকে বটিয়াঘাটাগামী একটি মোটরসাইকেল সাচিবুনিয়া মোড় পার হতে গেলে ড্রাম ট্রাকটির সামনের চাকা মোটরসাইকেলের ওপরে উঠে যায়। এতে চালক ও আরোহী দু’জন মারাত্মকভাবে আহত হয়। পুলিশ ড্রাম ট্রাকটির চালক শাহিন খানকে গ্রেপ্তার করেছে, সে ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া এলাকার আমজাদ খানের ছেলে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়