May 19, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

দেশের উন্নয়ন বিএনপি-জামায়াত জোট মেনে নিতে পারছে না : সালাম মূর্শেদী

খবর বিজ্ঞপ্তি
খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, বঙ্গবন্ধু ছাড়া স্বাধীনতার ইতিহাস কল্পনা করা যায় না। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের সাথে জড়িয়ে আছে বঙ্গবন্ধুর সকল কর্মকাণ্ড। তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশের উন্নয়ন বিএনপি-জামায়াত জোট মেনে নিতে পারছে না। তারা বাংলাদেশে নির্বাচন এলেই তা বানচাল করার জন্য অপচেষ্টায় লিপ্ত হয়ে পড়ে। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া জন্য তিনি আহবান জানান। বিএনপি জামাতের সাথে আর কোন সখ্যতা থাকতে পারে না। এ কারণেই আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বৃহস্পতিবার সকালে রূপসা উপজেলার নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু চত্বরের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। স্কুল পরিচালনা পরিষদের সভাপতি নোমান ওসমানী রিচির সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন, জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ,ম, আব্দুস সালাম, মোতালেব হোসেন, জাহাঙ্গীর হোসেন মুকুল।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্বাশিপ সভাপতি রবিউল ইসলাম পলাশের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার মিত্র, এস এম হাবিব, অধ্যক্ষ আতাহার আলী ফকির, প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, সরোজ কুমার হালদার, কৃষ্ণপদ দাস, মোঃ হায়দার আলী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক, আওয়ামী লীগ নেতা আঃ গফুর খান, ওয়াহিদুজ্জামান, যুবলীগ নেতা নাসির হোসেন সজল, বাদশা মিয়া, ফ,ম, ওয়াহিদুল ইসলাম প্রমুখ।
এর পূর্বে তিনি রূপসা প্রেসক্লাব আয়োজিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত আজিজুল ইসলাম কে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। এরপর সংসদ সদস্য সামন্তসেনা এলাকায় তার নিজস্ব অর্থায়নে নির্মিতব্য ঘরের নির্মাণ কাজ পরিদর্শন, পাচানী এলাকায় একটি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন, গিলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন, মৎস্য অধিদপ্তর আয়োজিত জেলেদের মাঝে বকনা বাছুর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, বিকাল ৩টায় উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং সর্বশেষ বিকালে শিয়ালিতে নির্মিতব্য আশ্রায়ণ প্রকল্প পরিদর্শন করেছেন। এর আগে সকালে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান রাসেল সংসদ সদস্যের সাথে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *