May 9, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্টশীর্ষ সংবাদ

দুর্নীতি বন্ধ করে আধুনিকায়নের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করার দাবি

খবর বিজ্ঞপ্তি
দুর্নীতি বন্ধ করে আধুনিকায়নের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করার আহ্বান জানিয়েছেন খুলনা সম্মিলিত নাগরিক পরিষদের নেতৃবৃন্দ। সোমবার বেলা ১১টায় পিকচার প্যালেস মোড়ে বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবীতে সারা দেশের ন্যায় খুলনায় পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ, খুলনার উদ্যোগে মানবপ্রাচীরে নেতৃবৃন্দ এ আহ্বান জানান।
বক্তারা বলেন, যেখানে ১০০০ কোটি টাকা খরচ করে পাটকল চালু রেখে লাভজনক করা সম্ভব এবং পাটকলের পুরাতন যন্ত্রাংশ বিক্রি করে আরও ন্যূনতম পক্ষে ৫০০ কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। অথচ সরকার ৬,০০০ কোটি টাকা খরচ করে গোল্ডেন হ্যান্ডশেক-এর মাধ্যমে শ্রমিকদের বেকার করছে। বক্তারা অবিলম্বে রাষ্ট্রায়ত্ত পাটকল চালু, হকাদের পুনর্বাসনসহ বেকারদের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। এছাড়া গ্রেফতারকৃত পাটকল শ্রমিক নূরুল ইসলাম, অলিয়ার রহমানের নিঃশর্ত মুক্তির দাবী জানান।
সংগঠনের আহ্বায়ক এড. কুদরত-ই-খুদা’র সভাপতিত্বে এবং সদস্য সচিব এস এ রশীদের পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. আ ফ ম মহসীন, মোজাম্মেল হক, জনার্দন দত্ত নাণ্টু, এড. মোঃ বাবুল হাওলাদার, আনিসুর রহমান মিঠুু। সংহতি প্রকাশ করেন সিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, মহানগর সভাপতি এইচ এম শাহাদৎ, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) নেতা গাজী নওশের আলী, মোস্তফা খালিদ খসরু, কাজী দেলোয়ার হোসেন, শাহ লায়েক উল্লাহ, হংস শুভ্র হালদার, মুনীর চৌধুরী সোহেল, রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, রুস্তম আলী হাওলাদার, রঙ্গলাল মৃধা, আব্দুল করিম, হুমায়ুন কবীর, আব্দুস সাত্তার, এস এম ইকবাল হোসেন বিপ্লব, কবি সৈয়দ আলী হাকিম, মনিরুল হক বাচ্চু, সামসুর রহমান বাবুল, সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, দীন মোহাম্মদ, কোহিনুর আক্তার কণা, জাহানারা আক্তারী, বরকত আলী, শাহিনা আক্তার, আফজাল হোসেন রাজু, এড, নিত্যানন্দ ঢালী, জয়ন্ত মুখার্জী প্রমুখ।

‌দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *