May 8, 2024
আঞ্চলিকলেটেস্ট

তৃণমূলের নেতাকর্মীরাই আ’লীগের শক্তি ও আস্থার জায়গা : নাছিম

                                                                                                                   নগর আ’লীগের কর্মী সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, শেখ হাসিনা বাঁচলে বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশের মানুষের মুখে হাসি থাকবে। সেজন্য অতন্দ্র প্রহরীর মতো শেখ হাসিনাকে রক্ষায় ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে প্রত্যেকটি নেতাকর্মীদের পাহারায় থাকতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ তৃণমূল কর্মী নির্ভর দল। তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের শক্তি ও আস্থার জায়গা। তৃণমূল থেকেই যে কোন বিপদে আওয়ামী লীগকে রক্ষা করা হয়েছে। তাই তৃণমূলের নেতৃত্ব কোন অনুপ্রবেশকারীদের জায়গা দেওয়া যাবে না। দলে হাইব্রিড, সন্ত্রাসী ও অপরাধীদের কোন স্থান নেই।
তিনি আরও বলেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজকে উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে সারাবিশ্বে পরিচিতি পেয়েছে। কিন্তু এরপরও একটি বিরোধী সা¤প্রদায়িক ও অপশক্তি এদেশের মানুষকে উসকে দিয়ে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। আইন-শৃঙ্খলা বিঘিœত করে বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান ও সিরিয়া বানাতে চায়। অপশক্তিরা সুযোগ পেলেই আঘাত হানবে দেশের অস্তিত্বের ওপর। তাই আমাদের আত্মতৃপ্তিতে থাকার কোন সুযোগ নেই। এই অপশক্তির বিরুদ্ধে আমাদের সর্বদা সজাগ থাকতে হবে।
গতকাল শুক্রবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে নগর আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন আ’লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। কর্মী সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী এনায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক আহমেদ, এ্যাড. মো. সাইফুল ইসলাম, শেখ সৈয়দ আলী, এ কে এম সানাউল্লাহ নান্নু, শেখ আবিদ হোসেন, তসলিম আহমেদ আশা, সুলতানা রহমান শিল্পী, রণজিত কুমার ঘোষ, মীর বরকত আলী।
সভা পরিচালনা করেন নগর আ’লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মিজানুর রহমান মিজান, নগর আ’লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. রজব আলী সরদার, এ্যাড. আইয়ুব আলী শেখ, মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, জামাল উদ্দিন বাচ্চু, আবুল কালাম আজাদ কামাল, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবীর, এ্যাড. খন্দকার মজিবর রহমান, শেখ মো. আনোয়ার হোসেন, মো. শাহাজাদা, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, এ্যাড. অলোকা নন্দা দাস, মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ ফারুক হাসান হিটলু, শেখ জাহাঙ্গীর হোসেন খান, কামরুল ইসলাম বাবলু, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, আবুল কালাম আজাদ, এ্যাড. সরদার আনিছুর রহমান পপলু, মোজাম্মেল হক হাওলাদার, অধ্যা. রুনু ইকবাল, সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, কাউন্সিলর ফকির সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম বাশার, শহিদুল ইসলাম বন্দ, কাজী জাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, মনিরুজ্জামান খান খোকন, এস এম আকিল উদ্দিন, মো. মোতালেব হোসেন, পীর আলী, এ কে এম শাহজাহান কচি, অধ্যা. আদেল মুকুল, সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, শেখ আবু হানিফ, চৌধুরী রায়হান ফরিদ, শেখ শাহজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল, কাউন্সিলর আমেনা হালিম বেবী, কাউন্সিলর লিটন, মো. আমির হোসেন প্রমুখসহ মহানগরের বিভিন্ন ওয়ার্ড আ’লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে নগর মহিলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক লুৎফুন নেছা লুৎফার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *