April 24, 2024
করোনাজাতীয়

ঢামেক হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসের রোগী শনাক্ত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়েছে। ওই ব্যক্তি এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

সোমবার (৪ জুন) ঢামেক হাসপাতালের রেজিস্ট্রার ডা. ফরহাদ হাছান চৌধুরী মারুফ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ওই ব্যক্তি ২৮ দিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে করোনা-পরবর্তী জটিলতা নিয়ে এক সপ্তাহ আগে ঢামেক হাসপাতালে ভর্তি হন তিনি। তখন তার মাথাব্যথা ও ডান চোখে সমস্যা হচ্ছিল। পরে তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন বলে আমরা সন্দেহ করি।’

ডা. ফরহাদ আরও বলেন, ‘গত পরশু নাক-কান-গলা বিভাগের সহযোগিতায় ওই ব্যক্তির নাকে অপারেশন করি। নমুনা নিয়ে ফাঙ্গাস পরীক্ষার জন্য বারডেম হাসপাতালে পাঠানো হয়। সেখানে রোগীর হিস্টোপ্যাথলজি, মাইক্রোস্কপি ও কালচার তিনটা পরীক্ষায় ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়। বর্তমানে তাকে ক্যাবিনে রেখে চিকিৎসা চলছে।’

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, এক সপ্তাহ আগে খুলনা থেকে ঢামেকে আসে ওই রোগী। নাক-কান-গলা বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহরিয়ার আরাফাত সৌরভ তার অপারেশনটি সম্পন্ন করেন। অপারেশনের আগে ওই রোগীর শ্বাসকষ্ট ছিল। এখন তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন। আমাদের বিশ্বাস, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *