May 9, 2024
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

জিয়াউর রহমানের মতো বলিষ্ঠ একটি ঘোষণা দেওয়ার সময় এসেছে: আমীর খসরু

চলমান যুগপৎ আন্দোলনের এ পর্যায়ে জাতির সামনে একটি ‘বলিষ্ঠ আহ্বান’ জানানোর সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় যেভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে সমস্ত জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য উজ্জীবিত করেছেন, আজকে অনেকটা সে রকম একটা ডাক দেওয়ার মুহূর্ত এসেছে জাতির সামনে।’

আজ মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গণ অধিকার পরিষদের একাংশের নেতাদের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।

আগামীকাল ১২ জুলাই যুগপৎভাবে এক দফার ঘোষণা আসছে জানিয়ে আমীর খসরু বলেন, ‘যুগপৎ আন্দোলনে জাতিকে ঐক্যবদ্ধ করে ১২ তারিখের পরে আমরা আরও উচ্চতর গতিতে, আরও বেশি তীব্র আন্দোলনের মাধ্যমে সফলতার দিকে এগিয়ে যাব। আগামীকাল সেই উপলক্ষে একটা যৌথ ঘোষণা দেব। এই ঘোষণার পরে জাতি আশান্বিত হবে, উজ্জীবিত হবে।’

আগামীকাল ঢাকার নয়াপল্টনে বিএনপি, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে আওয়ামী লীগ। দুই দলের এই অবস্থানে সংঘাতপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে এর জন্য দায়ী হবে কারা—এমন প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ বলেন, ‘এই যুগপৎ আন্দোলনে বিএনপিসহ যারা আছি, বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে আমরা আন্দোলনে এগিয়ে যাচ্ছি। যেখানে জনগণের সমর্থন আছে, আমাদের তো সহিংসতার দিকে যাওয়ার দরকার নেই। সহিসংতার দিকে তারাই যায়, যারা জনসমর্থন হারিয়ে বিচ্ছিন্ন হয়ে জোর করে ক্ষমতায় থাকতে চায়।’

গণ অধিকার পরিষদের নবনির্বাচিত সভাপতি নুরুল হক বিএনপির আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, ‘সকল দল এই সরকারের পতন, অবৈধ সংসদ বাতিল ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে যে এক দফা ঘোষণা করছে, আমরা এ ঘোষণাকে সমর্থন করি। আমরাও আগামীকালের কর্মসূচিতে থাকব।’

একই দিনে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচির বিষয়ে নুরুল হক বলেন, আওয়ামী লীগ কর্মসূচি দিয়ে সংঘাত ও সহিংসতার পাঁয়তারা করছে। তারা ১৯৭১ সালে যুদ্ধাপরাধে জড়িত রাজাকার, আল–বদর, আল–শামস বাহিনীর মতো শান্তি সমাবেশের নামে শান্তিবাহিনীর ভূমিকায় নেমেছে।

বৈঠকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শহিদুল ইসলাম, আবদুজ জাহের, নূরে এরশাদ সিদ্দিকী, মশিউর রহমান ও তৌফিক শাহরিয়ার খান অংশ নেন। বৈঠকে আমীর খসরুর সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন (আলাল) উপস্থিত ছিলেন।

দক্ষিণাঞ্চল অনলাইন ডেস্ক

শেয়ার করুন: