জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা উন্নয়ন পরিষদের সভা
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা উন্নয়ন পরিষদ (কেডিসি) এর উদ্যোগে আলোচনা অনুষ্ঠিত হয়। গতকাল রাতে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
এসময় তিনি খুলনা উন্নয়ন পরিষদের ভবিষ্যত পরিকল্পনাসহ বিভিন্ন গঠনতান্ত্রিক গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেন এবং চেয়ারম্যান নিজেই সভা পরিচালনা করেন। সংগঠনটির মহাসচিব মির্জা নূরুজ্জামান সভার সারমর্ম সকল সদস্যকে পড়ে শোনান। সভার শুরুতে বঙ্গবন্ধুসহ ’৭৫ এর ১৫ আগস্টে নিহত সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়াও তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এস এম সোহেল ইসহাক, মুহাম্মদ আবু তৈয়ব, তাসরিনা বেগম, আজিজুল হাসান দুলু, আতাউর রহমান সিকদার রাজু, আব্দুস সালাম শিমুল, শিরিনা পারভীন, ফারহানা চৌধুরী, শারমিন সুলতানা, সাইদুর রহমান সুজন, শাখাওয়াত হোসেন, বাহলুল আলম, এস এম মিশকাতুল ইসলাম, জিএম শহিদুল আলম, মো: ওহিদুজ্জামান, মো: মাসুদ রানা, আব্দুল জলিল সাগর, ইয়াফেজ ইস্তেহাদ, সাব্বির হোসেন প্রমুখ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ