জন্মদিনে ভালবাসায় সিক্ত প্রধানমন্ত্রী
দ. প্রতিবেদক
নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন করা হয়েছে। দিনব্যাপী রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
নগর আওয়ামী লীগ : খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতা ও সার্বভৌমত্ব এনে দিয়েছেন। আর শেখ হাসিনা স্বাধীন বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছেন। একই সাথে জীবনমান মূল্যবোধকে বিশ্বমানের করে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে খুলনা মহানগর লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল রবিবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মো. ফারুক আহম্মেদ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, এ্যাড. অলোকা নন্দা দাস, প্যানেল মেয়র আলী আকবর টিপু, শেখ মো. ফারুক হাসান হিটলু, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহম্মেদ আশা, শ্রমিক লীগ নেতা মোতালেব মিয়া, মহানগর যুবলীগ আহবায়ক সফিকুর রহমান পলাশ, মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রাজেস।
এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদার, কাজী এনায়েত হোসেন, মল্লিক আবিদ হোসেন কবীর, এ্যাড. রজব আলী সরদার, নুর ইসলাম বন্দ, শেখ শহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ কামাল, শ্যামল সিংহ রায়, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, ফেরদৌস আলম চাঁন ফরাজী, অধ্যা. আলমগীর কবীর, বিরেন্দ্র নাথ ঘোষ, কামরুল ইসলাম বাবলু, হাফেজ মো. শামীম, শেখ নুর মোহাম্মদ, শেখ মো. আনোয়ার হোসেন, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, প্যানেল মেয়র মেমরী সুফিয়া রহমান শুনু, এ্যাড. আব্দুল লতিফ, কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাষ, মীর বরকত আলী, শেখ শাহাজালাল হোসেন সুজন, মুন্সি আইয়ূব আলী, জিয়াউল ইসলাম মন্টু, এ্যাড. শেখ ফারুক হোসেন, শেখ জাহিদ হোসেন, আব্দুল হাই পলাশ, হাসান ইফতেখার চালু, এমরানুল হক বাবু, সরদার আব্দুল হালিম, মো. শিহাব উদ্দিন, মো. নজরুল ইসলাম, মো. জাকির হোসেন, এ্যাড. শামীম মোশাররফ, কাউন্সিলর কনিকা সাহা, নুরজাহান রুমি, শারমিন রহমান শিখা, লিভানা পারভীন, এ্যাড. করবী, সাবিহা ইসলাম আঙ্গুরী, মনিরুজ্জামান সাগর, এস এম আকিল উদ্দিন, মুন্সি নাহিদুজ্জামান, এস এম হাফিজুর রহমান হাফিজ, আজম খান, আউয়াল হোসেন ছোটন, কাজী কামাল হোসেন, মশিউর রহমান সুমন, মাসুমুর রশীদ, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, মাহামুদুল হাসান শাওন, রনবীর বাড়ই সজল, সোহান হোসেন শাওন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পরিচ্ছন্ন ভাবে দেশ পরিচালনার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে ৭৪ পাউন্ডের কেককাটা হয়। এর আগে সকাল থেকে দিনব্যাপী দলীয় কার্যালয়ে কোরআন খানি অনুষ্ঠিত হয়।
অনুরূপ কর্মসূচি পালন করেছে ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. জাকির হোসেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার। সভা পরিচালনা করেন, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আলী আহমেদ। এসময়ে ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জেলা আ’লীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচীর আয়োজন করা হয়। কর্মসূচীর মধ্যে সারাদিন দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন খানী, সন্ধ্যা ৬টায় কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। সভায় প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
সাবেক দপ্তর সম্পাদক এ্যাড. ফরিদ আহম্মেদ এর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোল্যা জালাল উদ্দিন, এ্যাড. কাজী বাদশা মিয়া, এ্যাড. এম এম মুজিবুর রহমান, বিএমএ সালাম, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল, কামরুজ্জামান জামাল, জোবায়ের আহম্মেদ খান জবা, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, অধ্যাপক নিমাই চন্দ্র রায়, এ্যাড. নব কুমার চক্রবর্তী, রফিকুর রহমান রিপন, ডাঃ শেখ শহিদুল্লাহ, কাজী শামীম আহসান, অধ্যাপক মিজানুর রহমান, এ্যাড. শাহ আলম, আব্দুল মজিদ ফকির, এ্যাড. রবিন্দ্র নাথ মন্ডল, জয়ন্তী রানী মন্ডল, কামাল উদ্দিন বাদশা, এফ এম ওয়াহিদুজ্জামান, সরদার আবুল কাশেম ডাবলু, অধ্যাপক আশারাফুজ্জামান বাবুল, মানিকুজ্জামান অশোক, হোসনেয়ারা চম্পা, মোজাফ্ফার মোল্যা, মোস্তফা সরোয়ার, শেখ মোঃ আবু হানিফ, প্রতাপ রায়, মোতালেব হোসেন, খান সাইফুল ইসলাম, সরদার জাকির হোসেন, সেলিনা আক্তার পিয়া, জেসমিন সুলতানা জলি, সরদার আবু সালেহ, দেব দুলাল বাড়ই বাপ্পী, মুশফিকুর রহমান সাগর, ছাত্রনেতা পারভেজ হাওলাদার ও ইমরান হোসেন প্রমূখ।
নগর যুবলীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত সমাজ ও সংগঠন করার লক্ষ্যে শপথ গ্রহণ করেছে মহানগর যুবলীগ। গতকাল সোমবার সকালে খুলনা মহানগর যুবলীগ আয়োজিত দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও দোয়া অনুষ্ঠানে এই শপথ গ্রহন করেন নেতৃবৃন্দ। শপথ বাক্য পাঠ করান মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ।
যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাক্তিত্ব ও কর্মই তাকে সফল রাষ্ট্রনায়কে পরিনত করেছেন। তিনি তার দুরদর্শী চিন্তা ও সাহসি পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশকে আজ বিশ্বে মর্যাদার আসনে নিয়ে গেছে। তার বিচক্ষনতায় বিশ্ব মহামারী করোনা বাংলাদেশে এখনও সহনশীল পর্যায়ে রয়েছে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আওয়ামী লীগ নেতা নূর ইসলাম বন্দ, শহীদুল হক মিন্টু, জাহাঙ্গীর হোসেন খান, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু, শ্যামল সিংহ রায়, যুবলীগ নেতা এস এম হাফিজু রহমান হাফিজ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, যুবলীগ নেতা রোজী ইসলাম নদী, কামরুল ইসলাম, আব্দুল কাদের শেখ, এ্যাডঃ আল আমিন উকিল, আবুল হোসেন, কাজী কামাল হোসেন, নজরুল ইসলাম দুলু, শওকত হোসেন, কবির পাঠান, তাজুল ইসলাম, কাজী ইব্রাহিম মার্শাল, মোস্তফা শিকদার, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, কে এম শাহীন হাসান, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম, আসাদুজ্জামান রিপন, আব্দুল মালেক, ইলিয়াস হোসেন লাবু, জাকির হোসেন, কাঞ্চন শিকদার, হাসান শেখ, মাসুম ওর রশীদ, ইব্রাহীম আহম্মেদ তপু, জিহাদুর রহমান জিহাদ, জামিল আহম্মেদ সোহাগ, সাজেদ আবেদীন জনি, মহীদুল হক শান্ত, হারুন অর রশীদ, মুক্ত সরদার, বাদল সিপাহী, ইকবাল কবির লিটন, লাবু আহম্মেদ, সাকিব হাওলাদার, ইব্রাহিম, নুর এ হেলাল, ইউসুফ মোল্লা, ফরিদুল ইসলাম, মোশাররফ হোসেন, মোল্লা মোঃ মুরাদ হোসেন, মোস্তাইন মিন ইদ্রিস চঞ্চল, আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হীরা, মাহামুদুল হাসান শাওন, হিরণ হাওলাদার, সাগর মজুমদার, জনি মিঞা, বিপ্লব ধর তত্ত্বী, রিয়াজ, লিটন, কামরুল, সাবু প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষ্যে নগরীতে দেয়াল লিখন ও মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয় যুবলীগের উদ্যোগে।
নগর ছাত্রলীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে নগর ছাত্রলীগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, কোরআন হাফেজদের মাঝে খাদ্য ও নতুন পোশাক বিতরণ এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে। সকালে দলীয় কার্যালয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। মহানগর ছাত্রলীগের সভাপতি ও নগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের পরিচালনায় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, শহিদুল হক মিন্টু, নুর ইসলাম বন্দ, শ্যামল সিংহ রায়, মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ, রোজি ইসলাম নদী, মশিউর রহমান সুমন, মোঃ মোস্তফা শিকদার, নগর ছাত্রলীগ নেতা রণবীর বাড়ৈই সজল, মাসুদুর রহমান সোহান, মাহামুদুল হাসান শাওন, শেখ আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হীরা, ঝলক বিশ্বাস, পাপ্পু সরকার, মাহমুদুল হাসান সুজন, মোল্লা ইয়াসিন আরাফাত, শেখ সাকিব, সোহান হোসেন শাওন, মাহমুদুল হাসান রাজেশ, এম এ হোসেন সবুজ, শেখ মেহেদী হাসান স্বপন, তরিকুল ইসলাম তুফান, বায়োজিদ সিনা, আব্দুল কাদির সৈকত, জোয়েব সিদ্দিকী, মোঃ রাজু হোসেন, নিশাত ফেরদাউস অনি, জনি বসু, তাজুল ইসলাম তাজ, নাইম, চয়ন শেখ, জাহিদুল, বিল্লাল প্রমুখ।
কর্মসূচীর শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় কোরআন খতম হয়। এবং কর্মসূচীর শেষে দোয়া অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর নির্মিত প্রামাণ্য চিত্র ‘হাসিনা এ ডটারস টেল’ প্রদর্শনী হবে দলীয় কার্যালয়ে।
খুলনা বিশ্ববিদ্যালয় : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া অনুষ্ঠান ও কেক কাটার আয়োজন করা হয়। বেলা সোয়া ১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের চতুর্থ তলার নতুন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি এ উপলক্ষ্যে শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে বিশ্ববিদ্যালয়ের পক্ষে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। পরিষদের সভাপতি শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিনের এ আয়োজনে উপস্থিত থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ তারিকুজ্জামান লিপন। মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের পেশ ইমাম হাফেজ ক্কারী মোঃ মোস্তাকীম বিল্লাহ। এ সময় পরিষদের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সদস্য বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় : গতকাল সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনা এর ৭৪ তম জন্মদিন উপলক্ষ্যে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান বিশ^বিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ৭৪টি গাছের চারা রোপণের মাধ্যমে ৭৪তম জন্মদিনের উদ্বোধন করেন।
অতঃপর বিশ^বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের উদ্যোগে আয়োজিত রক্তদান কর্মসূচি কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ প্রধানমন্ত্রীর পরিবারের সকল শহীদ সদস্যসহ মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও বিভিন্ন আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. খন্দকার মাজহারুল আনোয়ার, কুয়েটের প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল, ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. এম এ হান্নান, ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট সাংবাদিকবৃন্দ। পরে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ছাত্র হাফেজ মাহাদী হাসান সীন।
খুলনা জেলা পরিষদ : খুলনা জেলা পরিষদ কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে। সোমবার সকাল ১১টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে কেক কাটা অনুষ্ঠান ও মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মোঃ আছাদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সচিব বিষ্ণুপদ পাল, খুলনা প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, শেখ আবু জাফর, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক মোঃ আলমগীর কবির, খুলনার দর্পণ পত্রিকার সম্পাদক মিনা অছিকুর রহমান দোলনসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তি এবং সমাজের বিশিষ্টজন।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস. এম. মাহাবুবুর রহমান, হিসাব রক্ষক সোমা দাশসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। অনুষ্ঠানে ইলেক্ট্রনিক্স ও প্রিণ্ট মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন। অতঃপর জোহর নামাজ বাদ জেলা পরিষদ জামে মসজিদে উপস্থিত মুসল্লিদের সমন্বয়ে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
খালিশপুর থানা আ’লীগ : বেলা সাড়ে ১২টায় ৮নং ওয়ার্ডের গোয়ালপাড়া কমিউনিটি সেন্টারে খালিশপুর থানা আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র কেসিসি ও মহানগর আ’লীগ সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মহানগর আ’লীগ এমডি এ বাবুল রানা, সভাপতিত্ব করেন একেএম সানাউল্লাহ নান্নু, সঞ্চালনায় ছিলেন মনিরুল ইসলাম বাশার।
আরও উপস্থিত ছিলেন আশরাফুল ইসলাম, কাউন্সিসর বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, আমিনুল ইসলাম মুন্না, কাজী মাহমুদ, শেখ নাসির উদ্দিন, মোঃ কাউজার আহমেদ, শেখ আফসার উদ্দিন, ওবায়দুল রহমান ডাবলু, আব্দুল মজিদ বকুল, হাজী জাহাঙ্গীর, হুমায়ুন কবীর সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আরব আলী, রিপন খান, সমীর কুমার সরকার, সেলিম আহমেদ, আব্দুল সাত্তার লিটন, কাজী এনায়েত আলী আলো, জাকির হোসেন, মোঃ শফিউল্লাহ, জিয়াউল আলম খান খোকন, শাহজাহান জমাদ্দার, কামরুজ্জামান বাবলু, সরদার আলী আহমেদ, শেখ আসলাম আলী, অহিদুজ্জামান খান, ডাঃ এ এস এম সায়েম, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, ইমরুল ইসলাম, কাউন্সিলর পারভিন আক্তার, ডালিম হাওলাদার, কাউন্সিলর মনির হোসেন, কাজী আবদুর রশিদ রশিদ, কাউন্সিলর মাহফুজুর রহমান লিটন, মোঃ মনজুরুল আলম, মোঃ তাজুল ইসলাম, আব্দুল জব্বার, এস এম শাহজাহান, বাবু পরিমল চন্দ্র।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ