April 27, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্টশীর্ষ সংবাদ

জনগণের জীবন সাজাতে ও বাঁচাতে আ’লীগ কাজ করে : বাবুল রানা

খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, দুর্যোগ দুর্বিপাকে মানুষ যখন ঘরে থাকবে তখন মুজিব আদর্শের কর্মীরা দুর্গতদের নিরাপত্তা দিতে পাশে থাকবে। তিনি বলেন, বঙ্গবন্ধু সব সময়ই অসহায় পীড়িত মানুষের সেবায় রাজনীতি করতেন। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার প্রত্যেকের জন্য কাজ করে যাচ্ছেন। একই সাথে বঙ্গবন্ধু’র যোগ্য উত্তরসূরী হিসেবে শেখ হেলাল উদ্দিন এমপি, সেখ সালাহ উদ্দিন জুয়েল এমপি ও শেখ সোহেল দুর্গত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, দেশে মহামারী করোনা প্রতিরোধে সেখ জুয়েল এবং শেখ সোহেল জরুরি সেবার প্রদানে বিনা মূল্যে এ্যাম্বুলেন্স এবং অক্সিজেন ব্যাংকের ব্যবস্থা করেছেন। এই দু:সময়ে মানুষের সেবা করে আওয়ামী লীগকে জনতার দোর গোড়ায় নিয়ে যেতে হবে। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের জীবন সাজাতে আওয়ামী লীগ, জীবন বাঁচাতে আওয়ামী লীগ কাজ করে। এই মন্ত্র নিয়ে দেশ ও জাতির সেবায় প্রত্যেকটি নেতাকর্মীকে কাজ করে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে।
রবিবার দুপুরে ও সন্ধ্যায় যথাক্রমে খালিশপুর ও খানজাহান আলী থানা আওয়ামী লীগ আয়োজিত ‘সেখ জুয়েল এ্যাম্বুলেন্স’, ‘শহীদ শেখ আবু নাসের অক্সিজেন ব্যাংক’ ও ‘শেখ সোহেল অক্সিজেন ব্যাংক’ এর সেবা প্রত্যেক নগরবাসীর দোর গোড়ায় পৌছে দেয়ার লক্ষ্যে বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৃথক এ দু’টি সভায় সভাপতিত্ব করেন খালিশপুর থানা আওয়ামী লীগ সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু ও খানজাহান আলী থানা আওয়ামী লীগ সভাপতি শেখ আবিদ হোসেন। খালিশপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার ও খানজাহান আলী থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগ সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, দপ্তর সম্পাদক ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, নগর আওয়ামী লীগ শ্রম সম্পাদক শেখ ইউনুস আলী, বীরমুক্তিযোদ্ধা স. ম রেজওয়ান।
এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা কাউন্সিলর ডালিম হাওলাদার, শেখ সাহাবুদ্দিন, মোর্শেদ আহমেদ মনি, মোঃ ইমরুল হোসেন, মোঃ শাহজাহান সমাদ্দার, জিয়াউর আলম খান খোকন, কাজী এনায়েত আলী আলো, জাকির হোসেন, মোঃ সফিউল্লাহ, মোঃ সেলিম আহমেদ, আহমেদ আলী, মোল্লা হায়দার আলী, জিয়াউর রহমান, আসলাম আলী, আলমগীর মল্লিক, স.ম মঞ্জুরুল আলম, ইউসুফ আলী খলিফা, এস এম মনিরুজ্জামান মুকুল, মোড়ল হাবিবুর রহমান, শেখ ইকবাল হোসেন, খ. ম. লিয়াকত, খান হাফিজুর রহমান, শেখ আব্দুল হক, সরদার আব্দুল হামিদ, সৈয়দ কিসমত আলী সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *