April 26, 2024
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

চাল আত্মসাৎ মামলায় খুলনা সিএসডির সাবেক গুদাম ইনচার্জের কারাদণ্ড

দ. প্রতিবেদক
চাল আত্মসাৎ মামলায় খুলনার সিএসডি খাদ্য গুদামের সাবেক উপ-খাদ্য পরিদর্শক ও গুদাম ইনচার্জ স ম নিজামুল হককে ৫ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দণ্ডবিধির ৪০৯ ধারায় আসামি নিজামুলকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ১৭ লাখ ৭৩ হাজার ৯শ ৭০ টাকা ২৮ পয়সা জরিমানা অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোঃ জিয়া হায়দার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি নিজামুল হক আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামি নিজামুল হক গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার শ্রীরামকান্দি গ্রামের মৃত মোঃ জোবেদ আলী সরদারের পুত্র।
আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ১২ সেপ্টেম্বর স.ম নিজামুল হক খুলনার কেন্দ্রীয় খাদ্য গুদামের জেকে ৪ ও জেকে ৫নং গুদামের ইনচার্জ হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। এর পর থেকেই ২০০২ সালের ৩০ মার্চ পর্যন্ত দায়িত্বে থাকাকালীন সময়ে দু’টি গুদামের বেশ কয়েকটি খামালের ১৭ লাখ ৭৩ হাজার ৯’শ ৭০ টাকা ২৮ পয়সা মূল্যের চাল আত্মসাৎ করেন বলে বিভাগীয় তদন্তে ও অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। এ ঘটনায় ২০০২ সালের ২৮ মার্চ খুলনা জেলা দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কেএম মেছবাহ উদ্দিন খালিশপুর থানায় মামলা দায়ের করেন।
পরবর্তীতে ২০১৪ সালের ২৮ মে খুলনা জেলা সমন্বিত দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক রাজ কুমার সাহা আদালতে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। আদালতের বিভিন্ন কার্য দিবসে সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার সংশ্লিষ্ট আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি লুৎফুল কবির এবং আসামি পক্ষে অ্যাড. আব্দুল মালেক।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *