May 17, 2024
খেলাধুলা

গেইলের অভিযোগে অবাক সারওয়ান

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ২০১৯ সালে জ্যামাইকা তালওয়াসের সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করেছিলেন ক্রিস গেইল। তবে এক বছর না যেতেই তাকে ছেড়ে দেয় ক্লাবটি। আর এ কারণে কিছুদিন আগে দলটির সহকারী কোচ রামনরেশ সারওয়ানকে দুষেছেন ইউনিভার্সাল বস। তিনি জানান, সারওয়ান করোনা ভাইরাস থেকেও খারাপ। তবে এমন অভিযোগ উড়িয়ে দিলেন খোদ সারওয়ান।

গেইলকে ক্রিকেট বিশ্ব বেশ আ্মুদে ক্রিকেটার হিসেবেই চেনে। সবসময় তাকে মজা করতেই দেখা যায়। তবে এবার এক সময়ের জাতীয় দল সতীর্থের ওপর ক্ষেপেই গেলেন। তিনি মনে করেন সিপিএলে ২০২০ সালে তালওয়াস তাকে ছেড়ে দেয়ার মূল কারণে সারওয়ান।

ফেসবুকে সারওয়ান বলেন, ‘২০২০ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকা তালওয়াসের গেইলকে দলে না নেওয়ার সিদ্ধান্তের পেছনে আমার কোনো ভূমিকা ছিল না।’

৪০ বছর বয়সী গেইল কিশোর বয়স থেকে সারওয়ানের সঙ্গে খেলে আসছেন। এমনকি তারা দুজনে মিলে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলকে বহু স্মরণীয় ম্যাচ জিতিয়েছেন। তবে এখন তাদের সম্পর্কটা আর আগের মতো নেই।

সম্প্রতি একটি ইউটিউব ভিডিও তিনটি অংশে প্রকাশ পায়। যেখানে গেইল জানান, মূলত সারওয়ানের কারণেই তাকে জ্যামাইকা ২০২০ সিপিএলে রিটেইন করেনি। তিনি মনে করেন, সারওয়ান এই ফ্র্যাঞ্চাইজি মালিকের কাছে গিয়ে তাকে বাদ দিতে বাধ্য করেছেন।

গেইল এর আগে বলেছিলেন, ‘সারওয়ান তুমি বর্তমানে করোনা ভাইরাস থেকেও খারাপ। তালওয়াসে যা হয়েছে তাতে তোমার হাত রয়েছে, কেননা তুমি ও মালিকপক্ষ একই রকম। অথচ তুমি আমার শেষ জন্মদিনের পার্টিতে জ্যামাইকাতে এসে লম্বা এক ভাষণে বলেছিলে, কিভাবে আমরা উঠে এসেছি। সারওয়ান তুমি একটা সাপ, তুমি খুবই প্রতিহিংসাপরায়ণ, তোমার মাঝে এখনও পূর্ণতা আসেনি। তুমি এখনও মানুষের পিঠে ছুরি বসাতে পারো। তুমি এখনও খবর বহন করো।’

জবাবে সারওয়ান বলেন, ‘গেইলের সঙ্গে আমি খেলোয়াড়ী জীবনের শুরু থেকেই খেলেছি। ওকে আমি সম্মান করি অসাধারণ প্রতিভাধর হিসেবে, সতীর্থ হিসেবে এবং সব চেয়ে বড় কথা বন্ধু হিসেবে। তাই গেইলের এই অভিযোগ শুনে আমি অবাক হয়েছি।’

এদিকে তালওয়াসের পক্ষ থেকে বলা হয়, গেইলকে দলে না রাখার সিদ্ধান্তের পেছনে সারওয়ানের কোনো ভূমিকা নেই, ‘গেলকে দলে না রাখার জন্য অনেক কারণ রয়েছে। এই সিদ্ধান্ত সম্মিলিত ভাবে দলের মালিক এবং ম্যানেজমেন্ট নিয়েছে। এর মধ্যে রামনরেশ সারওয়ান ছিলেন না। এই সিদ্ধান্ত পুরোপুরি ব্যবসায়িক এবং ক্রিকেটীয় দিক থেকে নেওয়া হয়েছে।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *