গাজীপুরে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড, নিরাপত্তাকর্মীর মৃত্যু
দক্ষিণাঞ্চল ডেস্ক
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি স্পিনিং মিলের গুদামে আগুনে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আগুনে গুদামের তুলা ও অন্যান্য মালামাল ভস্মীভূত হয়েছে। নয়নপুর এলাকায় মঙ্গলবার দুপুরে ‘অটোস্পিনিং মিলের’ তুলার গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রাসেল (৩৫) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উলুল গ্রামের আলাল উদ্দিনের ছেলে। শ্রীপুর, গাজীপুর, টঙ্গী ও ভালুকা ফায়ার স্টেশনের আটটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
শ্রীপুর ফায়ার স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন, দুপুর আড়াইটার দিকে অটোস্পিনিং মিলের তুলার গুদামে অগ্নিকাণ্ডের খবর পান তারা। প্রথমে শ্রীপুর ফায়ার স্টেশন থেকে দুইটি এবং ভালুকা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেন। পরে আশপাশের আরও কয়েকটি ফায়ার স্টেশন থেকেও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেন।
অগ্নিকাণ্ডের সময় রাসেল গুদামে থাকা টয়লেটে আটকা পড়েন। ধোঁয়া ও আগুনের মধ্যে আটকা পড়লে তিনি চিৎকার শুরু করেন। পরে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আগুনে গুদামে থাকা তুলা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদ রহমান বলেন, আগুনে রাসেলের শ্বাসনালীসহ শরীরের উপরের কিছু অংশ দগ্ধ হয়েছে। ফরেন্সিক পরীক্ষার জন্য মরদেহ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।