খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সংগঠন নীল দল’র পূর্ণাঙ্গ কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চেতনা, আদর্শ ও মূল্যবোধে উজ্জীবিত খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা এর শিক্ষকবৃন্দের সংগঠন নীল দল এর পূর্ণাঙ্গ কমিটি শনিবার গঠন করা হয়েছে। সকলের ঐক্যমতের ভিত্তিতে গত ১৫ অক্টোবর ২০২০ তারিখে নীল দলের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছিল। দীর্ঘ করোনা মহামারী বিরতি ও নতুন গঠনতন্ত্র গঠনের পর শনিবার কার্যকরী কমিটি ২০২১-২২ গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেল্থ বিভাগের ডাঃ মোহাম্মদ আশিকুল আলম কে সভাপতি এবং ফার্ম স্ট্রাকটার বিভাগের ড. মোঃ নজরুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সহ-সভাপতি হিসেবে এগ্রোনমি বিভাগের সহকারী অধ্যাপক ড. ইসরাত জাহান আইরিন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেল্থ বিভাগের সহকারী অধ্যাপক ড. নাহিদ রহমানকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক প্রভাষক ডাঃ সাহাবুদ্দীন আহমেদ, কোষাধ্যক্ষ প্রভাষক মোঃ নাজমুল হক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক প্রভাষক ডাঃ স্বরুপ কুমার কুন্ডু, আইন ও দপ্তর সম্পাদক প্রভাষক ডাঃ মোঃ জান্নাত হোসেন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ডাঃ শারমিন জামান, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক সৌরভ মোহন সাহা, কৃষি ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রভাষক ডাঃ মো: সালাউদ্দীন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রভাষক ডাঃ মুস্তাসিম ফেমাস, মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক উম্মে অহিদা রহমান, কার্যনির্বাহী সদস্য প্রভাষক নিগার আফসানা, প্রভাষক কেয়া আক্তার, প্রভাষক মো: আহসান হাবীব, প্রভাষক সঞ্জীব কুমার বর্মন, প্রভাষক মো: তুহিনুল হাসান ও প্রভাষক মো: রাকিবুল হাসান রাব্বী।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়