April 30, 2024
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

সোনাডাঙ্গা আবাসিকে হেলে পড়া ৭ তলা ভবন ভাঙ্গার কাজ শুরু

দ. প্রতিবেদক
নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় হেলে পড়া সাততলা ভবনটি ভেঙ্গে ফেলার কাজ শুরু করেছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। বৃহস্পতিবার সকাল থেকে প্রায় ২০ জন শ্রমিক ভবনের সপ্তম ও ষষ্ঠ তলা ভাঙার কাজ শুরু করে। গত জুন মাসে নির্মাণাধীন ভবনটি দক্ষিণ দিকে হেলে পড়ে।
কেডিএ সূত্রে জানা গেছে, সোনাডাঙ্গা আবাসিক এলাকার সেকেন্ড ফেজের ১৩ নম্বর সড়কের ১৩২ ও ১৩৩ নম্বর প্লট দুটি বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনকে বরাদ্দ দিয়েছিলো কেডিএ। অ্যাসোসিয়েশন প্লট দুটির ওপর বহুতল ভবন নির্মাণের জন্য ‘অনিক রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার’ নামের একটি কোম্পানির সঙ্গে চুক্তি করে। ২০১৬ সালের কেডিএ থেকে নকশা অনুমোদন নিয়ে ভবন নির্মাণ কাজ শুরু করে। কিন্তু শুরু থেকেই অনুমোদিত নকশার ব্যতয় ঘটিয়ে যেনতেনভাবে অতিরিক্ত একটি ফ্লোর নির্মাণ করে। এতে ভবনটি দ্রুত ভারসাম্য হারিয়ে ফেলে।
সূত্রটি জানায়, কেডিএ’র প্রকৌশলীরা পরিদর্শনে গিয়ে দেখতে পান ভবনের নকশায় গ্রেডবিম প্রদানের নির্দেশনা থাকলেও একটি তলায় কোনো গ্রেডবিম নেই। ভবনের কলামের পরিধিও কমিয়ে দেওয়া হয়। যেনতেনভাবে ভবন নির্মাণ করে ফ্লাট বিক্রি করার পরিকল্পনা ছিল ডেভেলপার কোম্পানির। গত জুন মাসে ভবনটি হেলে পড়লে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত ও অপসারণে দায়িত্ব নিয়োজিত কমিটি ভবনটি অপসারণের সুপারিশ করে।
কেডিএর অথরাইজড অফিসার মুজিবর রহমান জানান, ভবনটি দক্ষিণ দিকে ১২ ইঞ্চি পরিমাণ হেলে গেছে। ভবন নির্মাণ কাজের দায়িত্বে থাকা ‘অনিক রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার’ কোম্পানির লোকজন পালিয়ে গেছে। এজন্য কেসিসির নেতৃত্বাধীন ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত ও অপসারণ কমিটি কেডিএকে ভবনটি ঝুঁকিপূর্ণ করতে অনুরোধ জানায়।
তিনি জানান, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য কেডিএ নিজ অর্থায়নে ভবন অপসারণ কাজে এগিয়ে আসে। বৃহস্পতিবার থেকে ভবনের ৬ষ্ঠ ও ৭ম তলা ভাঙার কাজ শুরু হয়েছে। পরের ৫টি ফ্লোর গার্ল গাইডস অ্যাসোসিয়শনকে ভেঙ্গে ফেলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *