May 7, 2024
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় ৬০ বোতল ফেন্সিডিলের মামলায় নারীর যাবজ্জীবন

দ. প্রতিবেদক
খুলনায় মাদক মামলায় নাসিমা বেগম নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার খুলনা নগর দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। নাসিমা বেগম ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার দরগা আড়পাড়া এলাকার মোহাম্মদ মাসুদ শেখের স্ত্রী। ওই আদালতের স্টেনোগ্রাফার মোহাম্মদ হাদিউজ্জামান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৩১ জুলাই হরিণটানা থানার এসআই মোঃ আরিফ হোসেন গল্লামারী বাজার এলাকায় অভিযান করছিলেন। এসময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন নগরীর জিরো পয়েন্ট সংলগ্ন বিসমিল্লাহ স্টোরের সামনে ব্যাগ হাতে এক নারীর অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে তিনি সেখানে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে নাসিমা বেগম পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। ওই নারীর হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। ঐদিন হরিণঘাটা থানা এসআই আরিফ হোসেন বাদী হয়ে হরিণটানা থানায় মাদক আইনে মামলা করেন। একই বছরের ৩১ আগস্ট হরিণঘাটা থানার এসআই সাব্বির হোসেন এ মামলায় নাসিমা বেগমকে আসামি করে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন। মামলা চলাকালীন ১০ জন সাক্ষীর মধ্যে ৯ জন সাক্ষ্য দিয়েছেন। আসামি নাসিমা বেগমের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *