খুলনায় র্যাবের অভিযানে বিপুল পরিমাণ মদসহ আটক ১
দ. প্রতিবেদক
খুলনায় ইজিবাইকে করে মাদক বহনকালে মোঃ সজল খা (২০) নামে একজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৬)। বুধবার বেলা ১১টার দিকে লবণচরা স্লুইস গেটের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি সদর থানাধীন রেলওয়ে হাসপাতাল রোডের মো. লোকমান খাঁর ছেলে।
র্যাব-৬’র সহকারী পরিচালক (মিডিয়া ও লিগ্যাল) এএসপি মো. মাহবুব উল আলম জানান, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রূপসা টু বান্ধা ব্রিজগামী একটি ইজিবাইকে অভিযান চালিয়ে ৪০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয় এবং আসামীকে আটক করা হয়। আসামীকে লবণচরা থানায় হস্তান্তর করতঃ মাদকদ্রব্য আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ