April 25, 2024
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

পাইকগাছার ছাত্রলীগ নেতা প্রান্ত হত্যায় আরও দু’জনের স্বীকারোক্তি

দ. প্রতিবেদক
পাইকগাছায় তিন মাস আগে হত্যার শিকার পাইকগাছা থানা ছাত্রলীগ নেতা প্রান্ত ঘোষ হত্যা মামলায় আরও দুই আসামী গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। এনিয়ে এ হত্যা ঘটনায় তিনজন আসামী আদালতে দায় স্বীকার করেছে।
বুধবার পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার প্রধান আসামী আসামী মো. সাইফুল ইসলাম (৩০) ও তদন্তে প্রাপ্ত আসামী মো. সাইবুর রহমান (৩৫), ১৬৪ ধারায় স্বীকারোক্তি এ জবানবন্দী প্রদান করেন। এর আগে এজাহারভুক্ত ২ নম্বর আসামী আলমগীর মোড়ল (২৭)’র গেল রবিবার একই আদালতে জবানবন্দী দেন। ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এ মামলাটি তদন্ত করছে।
পাইকগাছার গুরাইকাঠির অচিন্ত ঘোষের ছেলে ছাত্রলীগ নেতা প্রান্ত ঘোষকে সন্ত্রাসীরা ২০২০ সালের ৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গড়ইখালি শুকুমার ডাক্তারের মোড়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় প্রান্ত ঘোষ মারা যান।
সিআইডি খুলনা মেট্রো এন্ড জেলা পুলিশ পরিদর্শক (ওসি) মোছাম্মদ মাহমুদা খাতুন জানান, চিকিৎসাধীন অবস্থায় প্রান্ত ঘোষ মৃত্যুবরণ করলে নিহতের ভাই অনুপ ঘোষ বাদী হয়ে ৫ জনকে এজাহারভুক্ত আসামী করে ১০ অক্টোবর পাইকগাছা থানার মামলা নং-১২ দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামীরা পলাতক ছিলেন। সিআইডি খুলনা তদন্তভার গ্রহণ করে তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এরমধ্যে পাইকগাছার গড়াইখালী গ্রামের জাহাঙ্গীর গাজীর ছেলে সাইফুর রহমান ও একই এলাকার জিল্লুর রহমানের ছেলে মো. সাইবুর রহমান মঙ্গলবার রাতে গ্রেপ্তার হন। বুধবার দুপুরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোল্লা লুৎফর রহমান জানান, মামলার দায়িত্ব পাওয়ার পর আমরা কাজ শুরু করেছি। ইতিমধ্যে তিনজন গ্রেপ্তার হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *