May 19, 2024
আঞ্চলিক

খুলনায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

 

দ. প্রতিবেদক

মাদক মামলায় কাজল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদÐ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো: শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিল। আসামি কাজল নগরীর ইস্ট লিংক রোডের বদরুদ্দোজার বাড়ির ভাড়াটিয়া মৃত জাকির হোসেনের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৬ মে দুপুর ১ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনা গোয়েন্দা শাখার সদস্যরা আসামি কাজলের বাড়ি ঘেরাও করে। এরপর তারা আসামির ঘরের খাটের নীচে রাখা একটি ব্যাগ থেকে ৬২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। যার অনুমানিক মূল্য ৬২ হাজার টাকা।

এ ব্যাপারে মাদকদ্রব্য গোয়েন্দা শাখার পরিদর্শক পারভীন আক্তার বাদী হয়ে খুলনা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ‘ক’ সার্কেলের পরিদর্শক হাওলাদার মো: সিরাজুল ইসলাম একই বছরের ৯ জুন কাজলকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। আট জন আদালতে স্বাক্ষ্য প্রদান করেছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *