January 20, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় মাদক নির্মূলে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতে হবে : পুলিশ কমিশনার

দ. প্রতিবেদক
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির পিপিএম-সেবা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, অনিষ্পত্তিকৃত মামলাসমূহের দ্রুত নিষ্পত্তি এবং মাদকদ্রব্য নির্মূলে ন্যায়-নিষ্ঠা, ধর্মনিষ্ঠা, আন্তরিকতা ও সততার সাথে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতে হবে। মঙ্গলবার বেলা ১১টায় কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ সভায় সভাপতির বক্তৃতাকালে তিনি একথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম বিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান বিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) রিয়াজ উদ্দিন আহম্মেদ পিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) এমএম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা-সহ কেএমপি’র সকল অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারগণ, অফিসার ইনচার্জগণ এবং অন্যান্য অফিসারবৃন্দ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *