November 25, 2024
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় বাসের চাকায় পিষ্ঠ হয়ে ইজিবাইক চালকসহ নিহত ৩

দ. প্রতিবেদক
ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না সাতক্ষীরার তালা উপজেলার মদনপুর এলাকার মোঃ হাবিবুর রহমানের (৪০)। বাসের চাকায় পিষ্ঠ হয়ে প্রাণ দিতে হলো তাকে। এই ঘটনায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চুকনগর মৎস্য আড়তের কাছে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন তারা। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ইজিবাইক চালক ইউনুস আলী (৩৫) যাত্রী মোঃ হাবিবুর রহমান (৪০), যাত্রী ও রাজিবুল ইসলাম (৪০)।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, অসুস্থ মোঃ হাবিবুর রহমানকে চিকিৎসার জন্য পাইকগাছার গদাইপুরের বাসিন্দা রাজিবুল তাকে খুলনায় নিয়ে আসেন। নগরীর ময়লাপোতা এলাকায় একটি ডায়াগণষ্টিক সেন্টারে পরীক্ষা শেষে ইজিবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। তাদের বহনকারী ইজিবাইকটি ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় পৌছালে বিপরিত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস (ঢাকাগামী শামিম এন্টারপ্রাইজের বাস) ইজিবাইকটিকে চাপা দেয়। ঘটনাস্থালেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও চুকনগর হাইওয়ে পুলিশ ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।
চুকনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, ঢাকাগামী বাসের চালক বেপরোয়াভাবে বাস চালিয়ে যাচ্ছিল। হঠাৎ করে সামনে ইজিবাইক চলে আসলে তিনি বাস নিয়ন্ত্রন করতে পারেননি। ইজিবাইটিকে চাপা দিয়ে সে ঢাকা না গিয়ে খুলনার দিকে এসে কাঠালতলায় বাস ফেলে পালিয়ে যায়।
ডুমুরিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ তানভির হাসান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করি। মরদেহ উদ্ধার করে পুলিশের সহায়তায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *