May 4, 2024
আঞ্চলিককরোনালেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় করোনা’র ওষুধের কার্যকারিতা নির্ণয়ে বৈজ্ঞানিক গবেষণা শুরু

দ. প্রতিবেদক
খুলনায় শুরু হয়েছে করোনার ওষুধ Favipiravir কার্যকরিতা নির্ণয়ে বৈজ্ঞানিক গবেষণা শুরু হয়েছে। খুলনা মেডিকেল কলেজের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডাঃ শৈলেন্দ্র নাথ বিশ্বাস এর নেতৃত্বে চলবে এই গবেষণা কার্যক্রম। এই গবেষণা কো-ইনভেস্টিগেটর হিসেবে আছেন খুলনা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ এস কে বল্লভ, সহযোগী অধ্যাপক ডাঃ শেখ ফরিদ উদ্দিন আহমেদ, মেডিসিন বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ডাঃ তাহমিদা খানম, ডাঃ মাইনুল হক, ডাঃ রিপন ও ডাঃ অভিজিৎ।
এ বিষয়ে গবেষণাদলের প্রধান ডাঃ শৈলেন্দ্র নাথ বিশ্বাস জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ও করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের উপর এই বৈজ্ঞানিক পরীক্ষা চলবে। এটি বুধবার থেকে শুরু হয়ে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে। মোট ১০০ জন রোগীর উপর এই গবেষণা কার্যক্রমটি চলবে। গবেষণা শেষে এটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হবে। এটি খুলনা ট্রায়াল নামে পরিচিত হবে।
তিনি আরও বলেন, Favipiravir জেনেরিক নাম। এটি ঢাকায় ট্রায়াল শেষে এটির ট্রায়াল খুলনায় অনুষ্ঠিত হচ্ছে। এখান থেকে প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে এই ওষুধটির কার্যকারিতা নির্ধারণ করা হবে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *