খুলনায় করোনাকালে ছাত্রলীগ নেত্রীদের মানবিক ও কল্যাণমুখী কর্মকাণ্ড প্রশংসিত
এফ এম হাফিজুল ইসলাম
করোনা মহামারী মোকাবেলায় সারাদেশের ন্যায় খুলনা যখন হিমশিম খাচ্ছে ঠিক সেই মুহূর্তে খুলনা মহানগর ও জেলা ছাত্রলীগের বেশ কয়েকজন নেত্রীর মানবিক কর্মকাণ্ড প্রশংসিত হচ্ছে। কল্যাণমুখী নানা কর্মসূচির কারণে তরুণ-তরুণীদের কাছে দৃষ্টান্ত হয়ে উঠছেন তারা। করোনার প্রথম ঢেউ থেকেই সরাসরি মাঠে থেকে মানুষের পাশে দাঁড়ান এই তরুণীরা।
জানা গেছে, খুলনা মহানগর ছাত্রলীগের উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক টিকলী শরীফ, ছাত্রলীগের কর্মী সিনথিয়া আলম মীম, রেহেনা খাতুন চম্পা, সাদিয়া ইয়াসমিন ফাইরুন, শেখ প্রিয়া, শেখ রিয়া, জেসিয়া ইয়াসমিন আইরিন করোনার প্রথম থেকেই সাধারণ মানুষের পাশে থেকে নানা সচেতনতা ও সহযোগিতামূলক কর্মকাণ্ড করেছেন। বিশেষ করে করোনার প্রথম ঢেউ যখন দেখা দেয় তখন সাধারণ মানুষের মাঝে সচেতনমূলক লিফলেট বিতরণ, মাস্ক বিতরণ করেন। গত রমজান মাসে লকডাউনে বিনামূল্যে সবজি বাজারের ব্যবস্থা করেন। লকডাউনের মধ্যে ঘূর্ণিঝড় ফনী হওয়ার কারণে গৃহহীন মানুষের মাঝে তৈরিকৃত খাবার বিতরণ করেন।
আরও জানা যায়, এসব ছাত্রীরা নিজ কলেজসহ কয়েকটি কলেজের ছোট ভাই-বোনদের আর্থিকভাবে সাহায্য করেন। গৃহবন্দী অবস্থায় নারীদের প্রয়োজনীয় স্যানেটারি ব্যবস্থা করেন। মুজিববর্ষ উপলক্ষে নিজ এলাকাসহ আশেপাশে এলাকায় বৃক্ষরোপণ ও নিজেদের উদ্যোগে ঈদ উপহার হিসেবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেন সাধারণ মানুষের মাঝে। এছাড়া রমজান উপলক্ষে সেহেরি ও ইফতার বিতরণ করেন।
এ বিষয়ে ছাত্রলীগ নেত্রী টিকলী শরীফ দক্ষিণাঞ্চল প্রতিদিনকে বলেন, করোনার প্রথম ধাপের ন্যায় দ্বিতীয় ধাপেও সচেতনতা সৃষ্টির জন্য হ্যান্ডমাইক, লিফলেট নিয়ে মার্কেট, হাসপাতাল, ঘাটসহ জনবহুল এলাকায় সচেতনতার বার্তা পোঁছে নেন তারা। করোনার ও রমজানের মধ্যে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে গঠন করে ‘জয় বাংলা ব্লাড ব্যাংক’। গত ২ মাসে ৬২ ব্যাগ রক্ত মানুষের মাঝে পৌঁছাতে সক্ষম হয়।
তিনি জানান, রমজান মাস এবং খুলনায় বিগত ৭ বছরের চেয়ে অধিক তাপমাত্রায় কৃষাণীদের পাশে গিয়ে দাঁড়ান এই তরুণীরা। একই সাথে ধান ভানা, গোলা বাধা, ধান লাসাসহ নানা গৃহস্থালি কাজে সাহায্য করেন তারা। এবছর নাজাতের শেষ ১০ দিনেও তারা ছিন্নমূল, শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করেন।
ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক সিনথিয়া আলম মীম দক্ষিণাঞ্চল প্রতিদিনকে জানান, করোনার এক ভয়াবহ সময় পার করছে খুলনা। এখন আমাদের কর্মীরা নিয়মিত গর্ভবর্তী মহিলাদের অক্সিজেন, স্যালাইন, রক্ত সেবা প্রদান করছেন। এছাড়া নিজ গ্রামের বাচ্চাদের সচেতন রাখতে তাদের করোনা সম্পর্কে ধারণা প্রদান, মাস্ক পরতে উৎসাহী এবং নিজ পাড়ায় বাড়িতে বাড়িতে মহিলাদের সচেতন করতে উঠান বৈঠক করে মহিলাদের মাঝে সচেতন করা হচ্ছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়