May 3, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

খুলনায় নানা আয়োজনে এসএমএ রবের শাহাদাৎবার্ষিকী পালন

খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, এস এম এ রব ছিলেন একজন কর্মীবান্ধব নেতা। তিনি মানুষের কষ্টে সাহায্যের হাত বাড়িয়ে অসহায়দের পাশে দাড়াতেন। তিনি শ্রমজীবী মানুষের জন্য সারাজীবন কাজ করেছেন। তিনি আরও বলেন, এস এম এ রব অল্প সময়ে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। কিন্তু এই সময়ে তিনি সকল নেতাকর্মীর মনের মনি কোঠায় স্থায়ীভাবে স্থান করে নিয়েছিলেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শকে প্রকৃতভাবে ধারণ করে সাধারণ মানুষের জন্য কাজ করতেন। সেকারনেই রব থাকবে সকল নেতাকর্মী ও শ্রমজীবী মানুষের হৃদয়ে। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সবাই বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এস এম এ রবের মত সাধারণ মানুষের মধ্যে নিজেদের উৎসর্গ করতে হবে।
বুধবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে সাবেক আওয়ামী লীগ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত সাবেক মেয়র প্রার্থী এস এম এ রবের ২১তম শাহাদাৎ বার্ষিকীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর আওয়ামী লীগ নির্বাহী সদস্য ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগ আইন বিষয়ক সম্পাদক এ্যাড. খন্দকার মজিবর রহমান, নির্বাহী সদস্য কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, এস এম আকিল উদ্দিন।
নগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যা. আলমগীর কবির, প্যানেল মেয়র আলী আকবর টিপু, এ্যাড. অলোকা নন্দা দাস, শেখ ফারুক হাসান হিটলু, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, তসলিম আহমেদ আশা, কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাষ, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, অধ্যা. এবিএম আদেল মুকুল, এস এম আসাদুজ্জামান রাসেল, চ. ম. মুজিবর রহমান, এমরনুল হক বাবু, নূরীনা রহমান বিউটি, নুরজাহান রুমি, মো. আমির হোসেন, মুন্সি নাহিদুজ্জামান, হাবিবুর রহমান দুলাল, এস এম আসাদুজ্জামান রিয়াজ, জাহিদুল খলিফা, অভিজিৎ চক্রবর্তী দেবু, এ্যাড. শামীম আহমেদ পলাশ, আশরাফ আলী শিপন, জহির আব্বাস, মাহামুদুর রহমান রাজেশ, ওমর কামাল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। স্মরণ সভা শেষে এস এম এ রবের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শ্রমিক নেতা হাফেজ আব্দুর রহিম খান।
এর আগে বেলা ১১টায় বসুপাড়া কবরস্থানে মহানগর আওয়ামী লীগ ও সোনাডাঙ্গা থানা আ’লীগের উদ্যোগে মরহুমের কবর জিয়ারত করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন নগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান, প্যানেল মেয়র আলী আকবর টিপু, নগর আ’লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুুব আলম সোহাগ, সোনাডাঙ্গা থানা আ’লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, নগর আ’লীগের নেতা এসএম মনিরুজ্জামান সাগর, এসএম আকিল উদ্দিন, থানা আ’লীগের নেতা আমির হোসেন, শরীফ এনামুল কবির, মোক্তার হোসেন, আলী আকবর, মো. রুহুল আমীন খান, ইঞ্জিঃ জব্বার হোসেন, তোতা মিয়া ব্যাপারী, খাজাঁ মঈনউদ্দিন, তৌহিদুর রহমান দিপু, সোহেল চৌধুরী, চ ম মুজিবুর রহমান, শেখ জাহিদুল হক, মো. জাহিদুল ইসলাম, ফেরদৌস হোসেন লাবু, সরদার আব্দুল হালিম, মোতালেব মিয়া, জাকির হোসেন, মাহবুবুর রহমান, শেখ শাহীন, আবিদ হাসান প্রমুখ।


শহীদ এসএমএ রব স্মৃতি পরিষদ : আওয়ামী লীগ নেতা শহীদ এসএমএ রবের ২১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে গতকাল বুধবার বাদ যোহর নগরীর বায়তুন নূর জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। এর পূর্বে এসএমএ রব স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব চ ম মুজিবুর রহমান।
সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বিশেষ অতিথির বক্তৃতা করেন রবপুত্র বিশিষ্ট ব্যবসায়ী এসএম আরিফুর রহমান মিঠু, নগর আ’লীগ নেতা মুন্সি মাহাবুব আলম সোহাগ, হাফেজ মোঃ শামিম, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, এস. এম আকিল উদ্দিন, মনিরুজ্জামান সাগর, আসাদুজ্জামান রাসেল, নূর ইসলাম, ইউসুফ আলী খান, আবুল কালাম আজাদ, এস.এম আশফাকুর রহমান রাজিব। বক্তৃতা করেন রব স্মৃতি পরিষদ নেতা আলহাজ্ব শেখ বাহাউদ্দিন, শেখ আব্দুল মজিদ, এমএ গফ্ফার খান, ফকির শহিদুল ইসলাম, মুন্সি গোলাম সরোয়ার, এসএম জসিম উদ্দিন, সজীবর রহমান, নজরুল ইসলাম প্রমুখ।
পরে শহীদ রব চত্বরে গরীবদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। এর আগে সকাল ১১টায় বসুপাড়াস্থ মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধাজ্ঞলি অর্পণ করা হয়। এদিকে এসএমএ রবের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আরাফাত গ্রুপ অফ ইন্ড্রাষ্ট্রি লিঃসহ মরহুমের পরিবার ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *