May 21, 2024
আঞ্চলিকলেটেস্টশিক্ষাশীর্ষ সংবাদ

খুবি উপাচার্যের সাথে ভারতীয় সহকারী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে তাঁর কার্যালয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় সৌজন্য সাক্ষাৎ করেন খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না। সাক্ষাতকালে সহকারী হাইকমিশনার খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে প্রফেসর ড. মাহমুদ হোসেনকে আন্তরিক শুভেচ্ছা জানান। উপাচার্য তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান।
আলোচনার প্রারম্ভে উপাচার্য আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে ভারতের জনগণ, সরকার এবং বিশেষ করে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অসামান্য অবদান ও ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের সাথে বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা তুলে ধরেন।
তিনি আরও বলেন, ভারতের বিভিন্ন উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে সাহিত্য, চারুকলা, বিজ্ঞান ও প্রযুক্তি, জৈবপ্রযুক্তি, কৃষি ও সুন্দরবন নিয়ে গবেষণায় খুলনা বিশ্ববিদ্যালয় কোলাবারেটিভ রিসার্চে আগ্রহী। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিদের ভারতে চিকিৎসা, পর্যটন, কনফারেন্স, সেমিনার, প্রশিক্ষণসহ বিভিন্ন উদ্দেশ্যে গমনে ভিসা প্রাপ্তির সহজীকরণের বিষয় নিয়ে আলাপ করেন।
ভারতীয় সহকারী হাইকমিশনার সুন্দরবন, পর্যটন, মাটি, পানি, পরিবেশ ও প্রতিবেশ নিয়ে গবেষণার ক্ষেত্রে উপাচার্যের সবিশেষ দক্ষতা ও আগ্রহের প্রশংসা করেন।
সাক্ষাতকালে উপাচার্য সহকারী হাইকমিশনারকে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট ও মুজিববর্ষ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত শতবর্ষে বঙ্গবন্ধু স্মারকগ্রন্থ উপহার দেন। এসময় ভারতীয় সহকারী হাইকমিশনারও বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরার অবদান শীর্ষক একটি গ্রন্থ উপাচার্যকে উপহার দেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন এসময় উপস্থিত ছিলেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *