April 26, 2024
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় এবার মহান বিজয় দিবস ভার্চুয়ালি উদযাপিত হবে

তথ্য বিবরণী
খুলনায় এবার মহান বিজয় দিবসের সকল অনুষ্ঠান ভার্চুয়ালি উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনা পরিস্থিতির কারণে জাতীয় নির্দেশনা মোতাবেক এভাবে উদযাপন করা হবে। বৃহস্পতিবার সকালে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজয় র‌্যালি কিংবা কুচকাওয়াজের মতো আয়োজন না থাকলেও জুম এ্যাপ এর মাধ্যমে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া জেলা শিল্পকলা একাডেমি স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে অনলাইনে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করবে। জেলা শিশু একাডেমি ডাকযোগে চিত্রাংকন প্রতিযোগিতা এবং স্বাস্থ্যবিধি মেনে আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করবে। শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে বাদযোহর মসজিদ, মন্দির, প্যাগোডায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। হাসপাতাল, শিশু বিকাশ কেন্দ্র, জেলখানায় বিশেষ খাবার পরিবেশন করা হবে।
সভায় খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান, এলজিআরডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবিরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া জুম এ্যাপ এর মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ যুক্ত ছিলেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *