May 6, 2024
আঞ্চলিককরোনালেটেস্ট

খুলনায় ঈদের প্রধান জামাত টাউন জামে মসজিদে

দ. প্রতিবেদক
খুলনা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা আজ রবিবার সকালে অনলাইনে (জুম প্রযুক্তি ব্যবহার করে) অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন সার্কিট হাউজ থেকে সভায় সভাপতিত্ব করেন। জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান ও ইউএনওরা স্ব স্ব দপ্তরে বসে অনলাইনে এই সভায় অংশ নেন। সভায় ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় পূর্বপ্রস্তুতি, ঈদ উল ফিতরের জামাত এবং বিভিন্ন উন্নয়ন কাজ শুরু নিয়ে আলোচনা হয়।
সভায় জানানো হয়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবার উন্মুক্ত স্থানে বা মাঠে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে না। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে মসজিদগুলোতে প্রয়োজনে একাধিক জামাত অনুষ্ঠিত হবে। খুলনায় ঈদ উল ফিতরের প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় টাউন জামে মসজিদে। একই স্থানে সকাল ৯টা ও ১০টায় দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।
করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দেশের প্রায় সকল উন্নয়ন কাজ থমকে আছে। অবকাঠামো উন্নয়ন, সংস্কার ও নির্মাণকাজগুলো স্বাস্থ্যবিধি মেনে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে যতটা সম্ভব শুরু করে তা অব্যাহত রাখার আহŸান জানানো হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *