April 19, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় আ’লীগ প্রতিষ্ঠায় বেলায়েত হোসেন বাচ্চুর ভূমিকা অনন্য : সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, খুলনা আওয়ামী লীগের একজন নির্লোভ রাজনীতিক ছিলেন বেলায়েত হোসেন বাচ্চু। দেশের কল্যাণে তিনি ছিলেন নিবেদিত প্রাণ। তাই তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। খুলনায় আওয়ামী লীগ প্রতিষ্ঠায় বেলায়েত হোসেন বাচ্চুর অনন্য ভূমিকা ছিলো। বঙ্গবন্ধুকে হত্যার পর পঁচাত্তর পরবর্তী সময়ে তিনি যে কোন আন্দোলন সংগ্রামে সামনে থেকে খুলনায় আওয়ামী লীগের রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন। তিনি নি:স্বার্থ ভাবে রাজনীতি করেছেন।
তিনি আরো বলেন, খুলনায় আওয়ামী লীগের রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে কয়েক জনের মধ্যে বেলায়েত হোসেন বাচ্চুর অবদান অন্যতম। আমাদের তার মত ত্যাগী আদর্শবান কর্মী হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করে আমাদের তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সাবেক জাতীয় কমিটির সদস্য, বঙ্গবন্ধুর আজীবন সহচর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন বাচ্চু’র স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্মরণ সভায় বক্তৃতা করেন আওয়ামী লীগ জাতিয় কমিটির সদস্য এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদার, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগ নেতা শেখ মো. আনোয়ার হোসেন, হাফেজ মো. শামীম, নূরীনা রহমান বিউটি, রণজিৎ কুমার ঘোষ। সভা পরিচালনা করেন দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।
স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা শেখ শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, রফিকুর রহমান রিপন, মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. জোবায়ের আহমেদ খান জবা, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, এ্যাড. অলোকা নন্দা দাস, মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ ফারুক হাসান হিটলু, শেখ মো. জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম বাবলু, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু, কাউন্সিলর শেখ মোশারাফ হোসেন, অধ্যা. রুনু ইকবাল, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, এস এম আকিল উদ্দিন, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, এস এম আসাদুজ্জামান রাসেল, ইঞ্জিঃ আব্দুল জব্বার, মোস্তফা কামাল, চ. ম. মুজিবর রহমান, বাবুল সরদার বাদল, মো. আজম খান, মীর মো. লিটন, ফয়জুল ইসলাম টিটো, ওহিদুল ইসলাম পলাশ, মো. শিহাব উদ্দিন, মো. শহিদুল হাসান শহিদ, মো. মিজানুর রহমান, সফিকুর ইসলাম, মো. মুন্সি নাহিদুজ্জামান, মো. শাকিল আহমেদ, মোয়াজ্জেম হোসেন, নুর জাহান রুমি, জব্বার আলী হীরা, মাহমুদুর রহমান রাজেসসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
স্মরণ সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ খ ম জাকারিয়া, মাওলানা মো. রফিক ও হাফেজ মো. আব্দুর রহীম।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *