May 20, 2024
আঞ্চলিককরোনালেটেস্ট

খুলনার বড়বাজার ও তৎসংলগ্ন এলাকায় দোকান খোলা রাখার সময় নির্ধারণ

দ. প্রতিবেদক : খুলনায় করোনাভাইরাস সক্রমণ প্রতিরোধে নিরাপদ সামাজিক ও শারীরিক দূরত্ব ফলপ্রসূভাবে কার্যকর করার জন্য নগরীর বড়বাজার ও তৎসংলগ্ন এলাকায় দোকান এবং আড়ৎসমূহ খোলা রাখা ও যানবাহন চলাচলের বিষয়ে খুলনা জেলা প্রশাসন কতিপয় নির্দেশনা প্রদান করেছে। খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন।
সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বড়বাজারের মাহেন্দ্র স্ট্যান্ড মোড় হতে কবুতর পট্টি পর্যন্ত রিক্স্রা, ভ্যান, ঠেলাগাড়ি ইত্যাদি চলাচল বন্ধ থাকবে। প্রয়োজনে ব্যবসায়ীদেরকে নিজস্ব শ্রমিকের মাধ্যমে মালামাল লোড-আনলোড করতে হবে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খুলনা সদর থানার মোড় হতে কালিবাড়ি মোড় পর্যন্ত ব্যক্তিগত যানবাহন চলাচল বন্ধ থাকবে।
সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত চালের আড়ৎসহ সকল প্রকার আড়ৎ খোলা থাকবে, এসময় অন্যান্য দোকান বন্ধ থাকবে। অপরদিকে বেলা ১২টার হতে বিকাল ৫টা পর্যন্ত অন্যান্য দোকান খোলা থাকবে, এসময়ে সব ধরণের আড়ৎ বন্ধ থাকবে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বড়বাজার ও তৎসংলগ্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান এবং দোকান পরিচালনাকারী সকল ব্যবসায়ীকে এ নির্দেশনা মেনে চলার জন্য খুলনা জেলা প্রশাসন থেকে অনুরোধ জানানো জানানো হয়েছে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনা জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *