May 4, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

খুলনাকে টেকসই, স্বাস্থ্যসম্মত ও শিক্ষাবান্ধব শহর এবং মহল্লা বাস্তবায়নে মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক আজ বৃহস্পতিবার নগর ভবন সম্মেলনকক্ষে যুক্তরাষ্ট্র থেকে আগত সিডিসি এনজিওর একটি প্রতিনিধি দলের খুলনার আরবান স্বাস্থ্য নিয়ে মতবিনিময় করেন। প্রতিনিধি দল খুলনার আরবান ক্লিনিক এবং করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ে খুলনায় কাজ কারার আগ্রহ প্রকাশ করেন। মেয়র স্বাস্থ্য এবং কোভিড-১৯ সংক্রমণসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিধি দলকে অবহিত করেন এবং সবরকম সহযোগিতার আশ্বাস দেন। এসময় কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, চীফ প্ল্যানিং অফিসার আবির-উল-জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল্লাহসহ সিডিসি এনজিওর প্রতিনিধিরা অংশ নেন।
দুপুরে নগর ভবন সম্মেলনকক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল নগরীতে টেকসই, স্বাস্থ্যসম্মত ও শিক্ষা বান্ধব শহর এবং মহল্লা (এসএইচএলসি) প্রকল্প বাস্তবায়ন নিয়ে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের সাথে মতবিনিময় করেন। এসময় মেয়র বলেন, এই প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এই প্রকল্প বাস্তবায়ন নিয়ে কেসিসি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *