খিলগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাজিব (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) দিনগত রাত ৩টার দিকে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়
সোমবার (২০ জুলাই) সকালে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম জানান, রোববার দিনগত রাতে নাগদারপাড় এলাকায় ডিবি পুলিশের খিলগাঁও জোনাল টিমের সঙ্গে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। এতে গুলিবিদ্ধ হন রাজিব নামে ওই যুবক। খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।