May 20, 2024
আন্তর্জাতিক

সৌদি বাদশাহ হাসপাতালে ভর্তি

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। এ মুহূর্তে তার শারীরিক অবস্থা বা চিকিৎসা প্রক্রিয়া কী, তা জানা যায়নি।

তবে তিনি গলব্লাডার সমস্যায় ভুগছেন বলে জানা গেছে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে আরব নিউজ জানায়, সোমবার (২০ জুলাই) সকালে রাজধানী রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি হয়েছেন বাদশাহ সালমান।

একটি বিবৃতিতে বলা হয়েছে, গলব্লাডারে প্রদাহজনিত জটিলতার কারণে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ বছর বয়সী সালমান বিন আব্দুল আজিজ।

বাদশাহ সালমান ২০১৫ সাল থেকে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব শাসন করছেন। অবশ্য তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দেশটির ‘ডি-ফ্যাক্টো’ শাসক মনে করা হয়।

এর আগে বাদশাহ সালমান ২০১২ সাল থেকে আড়াই বছরেরও বেশি সময় তিনি দেশটির যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *