খালিশপুরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে চার যুবক গ্রেপ্তার
দ. প্রতিবেদক
খুলনা মহানগরীতে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, খালিশপুর বঙ্গবাসী স্কুল গলির এলাকার সাঈদ (৩৫), পিপলস গেট রেললাইন এলাকার নুরুজ্জামান (৩৫), সুমন (১৮) এবং পিপলস পাঁচতলা এলাকার নাজমুল (২০)।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহম্মেদ জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে খালিশপুর নিউমার্কেট এলাকার এক পরিত্যক্ত ঘরে ওই গৃহবধূ (২৫) ধর্ষণের শিকার হন। বুধবার সকালে খালিশপুর থানায় উপস্থিত হয়ে ওই গৃহবধূ মামলা করেন। মামলার পর পুলিশ আসামিদের গ্রেপ্তার করে।
ওসি জানান, এই চার আসামি খালিশপুরের ‘নামকরা চিহ্নিত চোর ও ছিনতাইকারী’। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় এ চার আসামির বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। আসামিরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলছে পুলিশ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়