April 24, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

ভাষা সৈনিক, প্রখ্যাত শ্রমিক নেতা লোকমান হাকিমের ইন্তেকাল

দ. প্রতিবেদক
প্রখ্যাত শ্রমিক নেতা, ভাষা সৈনিক আলহাজ্ব লোকমান হাকিম (৮৩) আর নেই। বুধবার ভোর ৫টায় ৫টায় খালিশপুর ১২/এ নর্থ জোন নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহ …. রজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু’ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুহগ্রাহী রেখে যান। তিনি স্ট্রোক করে প্যারালাইজড হয়ে দীর্ঘ দিন শয্যাশায়ী ছিলেন। মরহুমের নামাজে জানাজা বাদ জোহর খালিশপুর গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্র জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন মহানগর বিএনপির সভঅপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা সভাপতি এড. শফিকুল আলম মনা, সুশাসনের জন্য নাগরিক সুজনের জেলা কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ জাফর ইমাম, খালিশপুর বণিক সমিতির সভাপতি আব্দুল মতিন বাচ্চু, সাঃ সম্পাদক সাহিদুর রহমান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ডালিম হাওলাদার, ১০নং ওয়ার্ড কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট, জামায়াত নেতা মাস্টার শফিকুল আলম, আজিজুল ইসলাম ফারাজী, মোশাররফ আনসারী, উন্নয়ন কমিটির নেতা আলহাজ্ব মোশাররফ হোসেন, আশরাফ হোসেন, মনিরুজ্জামান রহিম, সোহরাব হোসেন, নিজামুর রহমান লালু, আবু সফিয়ান, শেখ আইনুল হক, বিএনপি নেতা মোশাররফ হোসেন, শাহিনুল হক পাখি, আবু হোসেন বাবু, আড, ফজলে হালিম লিটন, স ম আঃ রহমান, আবু সালেহ, সিরাজুল হক নান্নু, সাম্যবাদী দলের এফ এফ ইকবাল, কেসিসির কর্মকর্তা সরদার আবু তাহের, এড. মনিরুজ্জামান, এড. নাসির উদ্দীন, সুজন খালিশপুর থানা কমিটির সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসনে বাবলু, সম্পাদক খলিলুর রহমান সুমন, আসিফ ইকবাল, খালিশপুর পৌর সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাসান হাফিজুর রহমান, বাবুস সালাম মসজিদের ইমাম মাওঃ জাফর সাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজা নামাজে ইমামতি করেন খুলনা বিদ্যুৎ কেন্দ্রের ইমাম মাওলানা আবেদ আলী।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *