May 18, 2024
আঞ্চলিক

কেডিএ নিউমার্কেটের আধুনিক কমপ্লেক্সের ভবিষ্যৎ নকশা তৈরি খুবি শিক্ষার্থীর

দ: প্রতিবেদক

খুলনার কেডিএ নিউমার্কেটকে আধুনিক একটি কমপ্লেক্স তৈরি করেছেন সদ্য স্থাপত্য ডিগ্রি অর্জনকারী নোভা ফারহানা। এছাড়াও বাগেরহাটের মংলার কাছে সুন্দরবনের পর্যটনসুবিধা সম্বলিত রিসোর্টের নকশা তৈরি করেছেন তিনি। এমন নানা ভাবনার ও বৈশিষ্ট্যের ৩৭টি স্থাপত্য নকশা প্রদর্শিত হলো কেইউ-ডিগ্রিশোতে।

গতকাল সকাল ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবনের স্থাপত্য ডিসিপ্লিনের উঠানে আর্ক কেইউ ডিগ্রি শো অনুষ্ঠিত হয়। স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. খন্দকার মাহফুজ-উদ-দারাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আর্ক কেইউ শো এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক এ টি এম মাসুদ রেজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষার্থী রিফাত বিন আলী ও ফাদিয়া বিনতে শহীদুল্লাহ। এসময় আইন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান, উডটেক প্রাইভেট লিমিটেড কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর আমিনুর রহমান সুমন, বিভিন্ন ডিসিপ্লিন প্রধান ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ আর্ক কেইউ ডিগ্রি শো-২০২০ তে প্রদর্শীত নবীন ৩৭ জন স্থপতির থিসিস ভিত্তিক বিভিন্ন স্থাপত্য কর্মের মডেল ঘুরে দেখেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *