May 20, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তি

কৃষক বাঁচাতে বোরো ধান কিনতে সরকারের প্রতি ওয়ার্কার্স পার্টির আহ্বান

খবর বিজ্ঞপ্তি : খুলনা মহানগর ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ কৃষি ও কৃষক বাঁচাতে সরকারের প্রতি ন্যায্য মূল্যে সরাসবি কৃষকের সকল উৎপাদিত বোরো ধান ক্রয়ের দাবি জানিয়েছেন। তারা বলেছেন, শুধু ত্রাণ বা ঋণ কৃষককে রক্ষা করতে পারবে না। তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। এ জন্য প্রয়োজনে নতুন নতুন মজুদাগার গড়ে তুলতে হবে। আজ বৃহস্পতিবার দুপুরে এক নগর নেতার বাসভবনে মহানগর কমিটির জরুরী সভায় এ দাবি তোলা হয়। এতে সভাপতিত্ব করেন নগর সভাপতি শেখ মফিদুল ইসলাম।
সভায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ১২ সপ্তাহের মুজুরি দ্রুত বকেয়া পরিশোধ, করোনা দুযোর্গ মোকাবেলায় তৃণমূল পর্যন্ত জাতীয় দুযোর্গ ব্যবস্থা কমিটি গঠন, ত্রাণ ও সহায়তা প্রদানে সমন্বয় করা, শ্রমিক-কৃষকসহ স্বল্প ও মধ্যবিত্ত মানুষদের জন্য রেশনিং ব্যবস্থার আনার দাবিও জানানো হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য দীপংকর সাহা দিপু, নগর সাধারণ সম্পাদক এস এম ফারুক উল ইসলাম, সম্পাদকমন্ডলীর সদস্য নারায়ণ সাহা, কৌশিক দে বাপী, মনির হোসেন প্রমুখ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *