May 19, 2024
খেলাধুলা

কারা যাবেন শ্রীলঙ্কা, জানা যাবে ১০ সেপ্টেম্বর

জাতীয় দলের কোনো কার্যক্রম নেই, তবু হোম অব ক্রিকেট মুখরিত জাতীয় তারকাদের কলতানে। তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হকরা প্রতিদিন শেরে বাংলায় অনুশীলন করছেন। ফিটনেসের পাশাপাশি স্কিল ট্রেনিংও চলছে।

তবে সেটা জাতীয় দলের প্রথাগত রুটিন নয়, ব্যক্তিগত অনুশীলন। এখন চলছে সেই অনুশীলনের চতুর্থ ধাপ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম, রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়াম আর সিলেট বিভাগীয় স্টেডিয়ামেও এক ডজনের বেশি জাতীয় ক্রিকেটার নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন।

জাতীয় দলের পুলে থাকা ৩৮ জন ক্রিকেটারের প্রায় সবাই এখন নিজ নিজ ইচ্ছায় নিয়মিত অনুশীলনে। শ্রীলঙ্কা সফরের আগে জাতীয় দলের আনুষ্ঠানিক প্রস্তুুতি শুরু হতে বাকি এখনও প্রায় এক মাস। সবকিছু ঠিক থাকলে আগামী ২১-২২ সেপ্টেম্বর নাগাদ শুরু হবে জাতীয় দলের ছোট্ট আবাসিক ক্যাম্প।

বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের দেয়া তথ্য অনুযায়ী সেই ক্রিকেটারদের একটি পাঁচ তারকা হোটেলে এক সঙ্গে রেখে অনুশীলন করানো হবে। তার আগে প্রত্যেকের বাসায় গিয়ে করোনা টেস্ট করানো হবে। আগেই জানা হয়েছে শ্রীলঙ্কায় জাতীয় দলের বহরটা বড়ই থাকবে। সব মিলে ২০ জন ক্রিকেটার যাবেন এবং তাদেরকেই আবাসিক ক্যাম্পে ডাকা হবে।

এখন প্রশ্ন হলো, কোন ২০ জন যাবেন শ্রীলঙ্কা? করোনাকালিন সময়ে আবার জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন কারা কারা? সে প্রশ্নের উত্তর জানতেও অপেক্ষায় থাকতে হচ্ছে।

জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু রোববার জাগো নিউজকে জানিয়েছেন, সম্ভাব্য দল নির্বাচন হয়ে গেছে। তারা আগামী মাসের প্রথম সপ্তাহে বোর্ডে দল জমা দিয়ে দেবেন। নান্নুর ইঙ্গিত, আগামী ৭ থেকে ১০ সেপ্টেম্বরে মধ্যে হয়তো ২০ জনের দল ঘোষণা করে দেয়া হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *