করোনা আক্রান্ত ডা. মাসুদকে ঢাকায় স্থানান্তর, দেখুন ভিডিওসহ
দ. প্রতিবেদক : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত খুলনা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মাসুদ আহমেদকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে আজ বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে নগরীর নৌবাহিনীর ঘাটি ‘তিতুমীর’ থেকে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে ঢাকায় নেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আইএসপিআর।
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, ডা. মাসুদ গত শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর গত রোববার তাকে খুলনা করোনা হাসপাতালে (ডায়াবেটিক হাসপাতাল) ভর্তি করা হয়। কিন্তু বৃহস্পতিবার তার অবস্থার অবনতি ঘটে। সে কারণে সকালে খুলনা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তাকে হেলিকপ্টারে করে ঢাকায় স্থানান্তরের ব্যবস্থা করার অনুরোধ জানায়। তিনি ঢাকায় যোগাযোগ করে হেলিকপ্টারের ব্যবস্থা করেন। রাত সোয়া ৯টার দিকে তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, এর আগে করোনায় আক্রান্ত খুলনা মেডিকেলের অপর ২ জন চিকিৎসক ঢাকার মুগদা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।