May 19, 2024
করোনাজাতীয়

দেশে করোনার যেমন অবস্থা …

আলি আবরার

আজ সকাল ৮ টা পর্যন্ত আইইডিসিআরের তথ্যমতে বাংলাদেশে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে  ৪১৮৬ জন ও মৃত্যু হয়েছে ১২৭ জনের। আর সুস্থ হয়েছে উঠেছে ১০৮ জন। আইইডিসিআর ও স্বাস্থ্যমন্ত্রী অনেক আগেই বলেছেন  যে দেশে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গিয়েছে। দেশের বিভিন্ন জেলায় লকডাউন করা হলেও মানুষজনদের অসচেতনতায় ধিরে ধিরে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। নিচে আইইডিসিআরের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যগুলা তুলে ধরা হল :

বিভাগের হিসাব

 

বাংলাদেশের ৬৪ জেলার ভেতর আজকে পর্যন্ত ৫৮ টা জেলায় বিস্তার ঘটেছে কভিড-১৯ এর। এর মধ্যে সর্বোচ্চ রোগীর সংখ্যা ঢাকা জেলায়- ১৬৮৩ টি। আর পুরো ঢাকা বিভাগে মোট রোগীর সংখ্যা ৩০৫৬ টি যা বাংলাদেশের মোট রোগীর ৮৫.৩৬ % !

সুস্থ রোগীর হিসাব

 

৪৫ দিনে রোগী বৃদ্ধির চিত্র

 

বয়সভিত্তিক বিন্যাস

দেখা যাচ্ছে সব থেকে বেশি আক্রান্ত হল ২১-৩০ বছর বয়সীরা- ২৪ %। এর পরই ৩১-৪০ বছর বয়সীরা- ২২%। ৪১-৫০ ও ৫১-৬০ বছরের আক্রান্ত মানুষজনরা তুলনামুলক ভাবে কম যা যথাক্রমে ১৮% ও ১৫%। ষাটোর্ধ রোগীর সংখ্যা ১০%।

 

১১-২০ বছর বয়সীরা মাত্র ৮% ও সব থেকে কম আক্রান্ত হল ১০ বছর বয়সের নিচে যারা, মাত্র ৩% ।

 

লিঙ্গভিত্তিক তারতম্য

 

দেখা যাচ্ছে যে এ পর্যন্ত আক্রান্তের মোট ৬৮  ভাগই পুরুষ ও ৩২ ভাগ নারী

এ পর্যন্ত সর্বমোট টেস্ট হয়েছে ৩৬,০৯০ টি

মৃত্যুহার – ৩.০৩ %

সুস্থতার হার – ২.৫৮ % 

 

তথ্য: আইইডিসিআর

**২৩ তারিখ সকাল ৮ টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *